নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
প্রাণে রক্ষা পেল হাতি।এক্সপ্রেস ট্রেনের ধাক্কা থেকে অল্পের জন্য বেঁচে গেল বন্যপ্রাণীটি।বৃহস্পতিবার বিকেলে কামাখ্যাগামী রাঁচি কামাখ্যা এক্সপ্রেসের সামনে একটি হাতি চলে আসে।তবে দুর্ঘটনা এড়ানো গেছে ট্রেনের চালক ও সহ চালককের তৎপরতায়।রেল সূত্রে খবর চালক ও সহ চালককে পুরস্কৃত করবে রেল কর্তৃপক্ষ।
উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম কে এস জৈন বলেন, “ আমরা চালক সহচালক রেলের গার্ড সহ বিভিন্ন স্তরের রেল কর্মীদের জঙ্গল পথে ট্রেন চালানো নিয়ে নানান প্রশিক্ষন দিয়ে থাকি।
আরও পড়ুনঃ চালকের তৎপরতায় ফের বাঁচল হাতির প্রাণ
এই সব প্রশিক্ষন শিবিরে বন দফতরের বিশেষজ্ঞরাও থাকেন।এই সব প্রশিক্ষনের কারনেই আমরা জঙ্গল পথে দুর্ঘটনা থেকে ট্রেনকে বাঁচিয়ে বন্য জন্তুর প্রান বাচাতে সক্ষম হচ্ছি।বৃহস্পতিবার যে চালক ও সহচালকের তৎপরতায় রাঁচি কামাখ্যা এক্সপ্রেস থামানো হয়েছিল তাদের দুজনকেই পুরষ্কৃত করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584