নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে গান্ধীধাম এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় ডিআরআই। এরপর সেখানে এক ব্যক্তির কাছে থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় হাতির দাঁত। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত ব্যক্তির নাম আজীম আহমদ। সে অসমের কোকরাঝাড়ের বাসিন্দা। ডিআরআই সূত্রে জানা যায় যে বুধবার হাতির দাঁতগুলি গুয়াহাটি থেকে বেনারস পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি। ধৃতের কাছ থেকে সাতটি হাতির দাঁত উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২৯ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ বেআইনি মদের কারবার রুখতে তৎপর আবগারি দফতর
ধৃতকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হলে সেখানে তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছেন ডিআরআই।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584