দলগাঁও-এ এলিফ্যান্ট ট্রাকিং ডিভাইস

0
119

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

দিন দিন হাতি মানুষের সংর্ঘষ ক্রমেই বেড়ে চলেছে ।জঙ্গলে খাবারের অভাবে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। কখনও হাতি মানুষকে মারছে আবার কখনও বা মানুষ হাতির উপর অত্যাচার চালাচ্ছে। হাতি মানুষের সংঘাত এড়াতে ১২ আগস্ট বিশ্ব হাতি দিবসের দিন হাতি ট্র‍্যাকিং ডিভাইস লাগানোর উদ্যোগ নিল বন দফতরের দলগাঁও রেঞ্জ।

mans | newsfront.co
নিজস্ব চিত্র

দলগাঁও রেঞ্জের দলগাঁও এবং দলমোর এলাকায় ১০ টি আগাম সর্তক যন্ত্র বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এই ডিভাইসটি লাগানোর ফলে মানুষ এবং হাতি উভয়েই সুরক্ষিত থাকবে। হাতি এই যন্ত্রটির কাছে এলে অ্যালার্ম বেজে উঠবে।

people | newsfront.co
এলিফ্যান্ট ট্র্যাকিং ডিভাইস ৷ নিজস্ব চিত্র

ফলে আগাম সতর্ক বার্তা পেয়ে যাবেন গ্রাম বাসীরা।গ্রামবাসীরা সতর্ক হলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা ও থাকবে না। এই বিষয়ে বীরপাড়া স্কোয়াড রেঞ্জের ডেপুটি রেঞ্জার প্রীতম রায় জানান, “১২ আগস্ট বিশ্ব হাতি দিবস।

আরও পড়ুনঃ ‘আমরা এই বাংলাকে সোনার বাংলা তৈরি করবো’ – দিলীপ ঘোষ

এই দিনটিতে উত্তরবঙ্গ এবং বিশ্বস্তরের মোট ২টি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দলগাঁও রেঞ্জের দলমোর এবং দলগাঁও এলাকায় ১০ টি এলিফ্যান্ট ট্র‍্যাকিং ডিভাইস লাগানো শুরু হল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here