নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
হাতি মানুষের সংঘাত ক্রমশ বাড়ছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে। হাতির হাত থেকে রেহাই পেতে জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের উদ্যোগে শনিবার আনুষ্ঠানিক ভাবে চালু হল হাতি ট্র্যাকিং ডিভাইসের।
এসএনএপি নামে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে দলগাঁও রেঞ্জের লোয়ার বিরবিটি,আপার বিরবিটি ,দেবীশিমূল, দলমোর বিট,ব্যাংকান্দি সহ মোট ১০ টি এলাকায় সোলার চালিত হাতি ট্র্যাকিং ডিভাইস বসানো হয়।
এই যন্ত্রটির মাধ্যমে হাতির আগাম সর্তক বার্তা পাওয়া যাবে। হাতি এই যন্ত্রটির কাছে এলে অ্যালার্ম বেজে উঠবে। ফলে হাতির আগাম বার্তা পেয়ে যাবেন গ্রামবাসীরা ।গ্রামবাসীরা সর্তক হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে যাবে।
আরও পড়ুনঃ বড়মা হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দফতরের জলপাইগুড়ি ডিভিশনের এডিএফও, বিমল দেবনাথ ৷ ছিলেন দলগাঁও রেঞ্জের রেঞ্জার দোরজি শেরপা,ডেপুটি রেঞ্জার প্রকাশ থাপা সহ অনান্য বনকর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584