হাতির উৎপাতে দিশেহারা ঝাড়গ্রামের কৃষকরা

0
56

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

লকডাউনে এমনিতেই রোজগার বন্ধ। এখন মড়ার উপর খাঁড়ার ঘা দিচ্ছে জঙ্গলের হাতিরা। খাবারের সন্ধানে তারা লোকালয়ে ঢুকে পড়ছে। মাঠভরা এখন পাকা ধান। বোরো চাষ এখনও শেষ হয়নি। বেশিরভাগ কৃষক লকডাউনের জন্য মাঠের ফসল গোলায় তুলতে পারেননি। এই পরিস্থিতিতে হাতির দল হানা দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ঝাড়গ্রামের কৃষকরা।

group of elephant | newsfront.co
নিজস্ব চিত্র

বন দপ্তর সূত্রে খবর, ঝাড়খণ্ড রাজ্য থেকে ৬০ টি হাতির দল বেলপাহাড়ির সীমানা পেরিয়ে ঝাড়গ্রাম জেলায় ঢুকে পড়েছে। হাতির দলটি বেলপাহাড়ির কোদপাল এলাকায় হয়ে কয়েকটি দলে ভাগ হয়ে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ৩০টি হাতির দল কোদপাল বনক্ষেত্র এলাকায় রয়েছে। বাকি হাতিগুলির মধ্যে শিলদা বনাঞ্চলের তিলাবনি জঙ্গলে রয়েছে ১১ টি হাতি।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

বাকি ১৯টি হাতি সকালে লালগড়ের নেরা গ্রামের ধানক্ষেতে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ওই দলে রয়েছে পাঁচটি শাবক-হাতি। বন দপ্তরের লোকজন ও হুলা পার্টির লোকজন সারাদিন চেষ্টা করেও হাতির দলটিকে নড়াতে পারেনি। হাতির দলটি প্রায় ৫০ বিঘে জমির ধান নষ্ট করে।

হাতির দল নিয়ে যথেষ্ট চাপে আছে ঝাড়গ্রাম বন বিভাগ। পড়িহাটি বনাঞ্চলের ফুলঝোড় জঙ্গলে রয়েছে আরও ২০ টি হাতি। এছাড়াও দলদলি জঙ্গলে ৫ টি, এবং লোধাশুলি বনাঞ্চলের চাকুয়া জঙ্গলে ৩ টি হাতি রয়েছে। আরও খান দশেক হাতি বিভিন্ন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঝাড়গ্রাম বন বিভাগের বিভাগীয় আধিকারিক বাসবরাজ এস হলেইচ্চি বলেন, “হাতির দলগুলিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা হচ্ছে। চাষীদের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here