নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মঙ্গলবার বিকেলে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া রেল লাইন ধরে এগোচ্ছিল ডাউন ধুবরি-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন। তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধেনামার মুখে।
হঠাৎ চালক দেখলেন সামনে প্রায় ১৫ টি হাতির দল। ধীরে ধীরে রেললাইন পেরিয়ে এক জঙ্গল থেকে ঢুকে পড়ছে অন্য জঙ্গলে দিকে। ট্রেনটি তখন আলিপুরদুয়ার জংশন ও রাজাভাতখাওয়া স্টেশনের মাঝে। জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে দিলেন চালক ও সহ চালক। তারপর প্রায় ১৫ মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকলো সেখানেই। হাতির দল জঙ্গলে ঢুকে পড়লে চালু হয় ট্রেন।
আরও পড়ুনঃ নতুন করে জেলা প্রশাসনের নির্দেশিকা হেলমেট ছাড়া তেল নয় পাম্পে
এই ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার অমর মোহন ঠাকুর বলেন, “জঙ্গলের পথে কীভাবে ট্রেন চালাবেন, সে ব্যাপারে চালক- সহ চালক- গার্ড ও অন্যান্য রেলকর্মীদের আমরা বিভিন্ন সময় ট্রেনিং দেই। সেখানে বনকর্তারাও উপস্থিত থাকেন। ট্রেনের চালক ও সহ চালকরা যে সচেতন এই ঘটনা সেটাই প্রমাণ করল। আমরা চালক ও সহচালক দুজনকেই পুরস্কৃত করব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584