নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

রাজ্য সড়ক ধরে পরিবার নিয়ে রওনা হলেন গজরাজ৷ কিছু সময়ের জন্য থমকে গেল যানবাহন৷ যদিও এই দৃশ্য দেখে খুশি পথ যাত্রীরা। হাতির শাবক সহ হাতির দলের রাস্তা পারাপার। প্রায় ৩০ মিনিটের এই দৃশ্য দেখল আলিপুরদুয়ার জেলার অন্তর্গত শামুকতলা- হাতিপোতা রাজ্য সড়কের কার্ত্তিকা এলাকার মানুষরা।

আরও পড়ুনঃ আপাতত বন্ধ থাকছে স্কুল, কমছে ২০২১ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সিলেবাস, জানালেন শিক্ষামন্ত্রী
জানা গিয়েছে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের নর্থ রায়ডাক রেঞ্জের জঙ্গল ভেদ করে যাওয়া রাজ্য সড়কে হাতির দলের রাস্তা পারাপারের কারণে বন্ধ হয়ে যায় যাতায়াত। যদিও বনকর্মীদের উপস্থিতিতে নির্বিঘ্নেই পারাপার করে দলটি। তারপর শুরু হয় যাতায়াত। বিকেল নাগাদ এই দৃশ্যে খুশি স্থানীয়রাও।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584