ফালাকাটায় হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত ছয়টি বাড়ি

0
74

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

হাতির হানা অব্যাহত চা বাগান গুলিতে । গত কাল রাতে ফালাকাটা ব্লকের তাসটি চা বাগান হানা দেয় হাতির দল । হাড়িয়া খেয়ে তছনছ করল পৃথক ছয়টি ঘর । হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল সংশ্লিষ্ট বাগানের বড়া লাইনের মঞ্জু খরিয়া, দীপ কয়েরি,সামতি উরাও সহ মোট ছয়টি পৃথক ঘর ।

নিজস্ব চিত্র

জানা যায় প্রথমে তিনটি হাতি মঞ্জু খাড়িয়া বাড়িতে হাতি হানা দেয় । তার পর কয়েকঘন্টা তান্ডব চালিয়ে ছয় টি ঘরের বেড়া ভেঙে সঞ্চিত চাল ও অন্যান্য খাবার খেয়ে চলে যায় । ক্ষতিগ্রস্ত দীপ কয়েরি জানান, তিনটি হাতি এসে ছিলো ।ওই দলে একটি বাচ্চা হাতিও ছিল । আমার পালিয়ে বেঁচে যাই কিন্তু ঘর গুলি যথেষ্ট ক্ষতি করেছে হাতির দল।

নিজস্ব চিত্র

তাদের অভিযোগ বন দপ্তরের কেউ আসেনি ঘটনাস্থলে । ওয়াইল্ড লাইভ ওয়াডেন সীমা চৌধুরী বলেন, বাগানের অস্থায়ী শ্রমিক হলে আবেদনের ভিত্তিতে সরকারি নিয়ম মেনে ক্ষতি পূরণ পেতে পারে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here