নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
হাতির হানায় আতঙ্কিত গ্ৰামবাসী।প্রতিনিয়ত রাতে না ঘুমিয়ে হাতি তাড়াতে হচ্ছে গ্ৰামবাসী দের।ঘটনা আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে গোপালবাহাদুর বস্তি এলাকায়।এলাকার বাসিন্দারা জানান, প্রতিনিয়ত রাতে বক্সা জঙ্গল থেকে হাতি ঢুকছে গ্রামে।সূর্য ডোবার সাথে সাথে হাতি গ্ৰামে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে থাকে এবং গ্ৰামবাসীদের ঘড় ভেঙ্গে দেয়।ঘড়ে রাখা চাল আটা গম সবজি খেয়ে সাবাড় করে দেয়।গ্ৰামবাসীরা জানান বনদফতর কর্মীরা প্রতিনিয়ত হাতি তাড়াতে আসেনা।
ফলে বাধ্য হয়ে গ্ৰামবাসীদের প্রাণের ঝুঁকি নিয়ে হাতি তাড়াতে হয়।গতকাল রাতে ও বক্সা জঙ্গল থেকে একটি হাতি গোপালবাহাদুর বস্তি এলাকায় ঢুকে এলাকার বাসিন্দা উত্তম ছেত্রি ঘর একাংশ ভেঙ্গে ঘরে সঞ্চিত রাখা এক বস্তা দানা সাবাড় করে দেয়।উত্তম ছেত্রি জানান,”প্রতিনিয়ত আসছে হাতি,কারো না কারো ঘর ভেঙ্গে দিচ্ছে আর বনদপ্তর ক্ষতিপূরণ বাবদ দিচ্ছে মাত্র পাঁচশো টাকা তাও ও কয়েক বছর পর। পাঁচশো টাকা দিয়ে তো মিস্ত্রি পার শ্রমিকই হয় না । সেই পাঁচশো টাকা দিয়ে কি হবে?”
আরও পড়ুনঃ বিধায়কের হাত ধরে দলে প্রত্যাগমন নির্দলের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584