শ্যামল রায়,পূর্বস্থলীঃ
আসন্ন লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রশাসনিক স্তরে জোরকদমে শুরু হয়ে গিয়েছে তার কাজকর্মের ধারা।বিভিন্ন রাজনৈতিক দল যেমন দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচার অভিযানের সামিল হয়েছে ঠিক সে রকমভাবেই প্রশাসনিক স্তরে ও নির্বাচনী প্রক্রিয়া জোরকদমে শুরু হয়ে গিয়েছে।
শুক্রবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের অফিসে নির্বাচনের আচরণবিধি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা করলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ বালা জানিয়েছেন যে নির্বাচন প্রক্রিয়ার সমস্ত আচরণবিধি কর্মচারীদের মধ্যে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করা হলো।উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক স্তর এর কর্মচারী এবং তাদের অফিসের সমস্ত কর্মচারীবৃন্দ।উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দুর্গা প্রসাদ ঘোষ সহ একাধিক আধিকারিকরা। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ বালা জানিয়েছেন যে এবারের ভোটগ্রহণ কেন্দ্রের হুইল চেয়ার রাখা হবে বৃদ্ধ-বৃদ্ধা এবং যারা শারীরিকভাবে অসুস্থ তাদের জন্য।
আরও পড়ুনঃ প্রথম দফাতেই কোচবিহার আসনে ভোট,নির্বাচন সংক্রান্ত তথ্য ও সমীকরণ
ইতিমধ্যেই তাদের ব্লকের যেসব বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্র করা হচ্ছে সে সমস্ত পরিদর্শন করা হয়ে গিয়েছে এবং ভোটগ্রহণ কেন্দ্রগুলো ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হবে।তাই ইতিমধ্যেই ব্লকের তরফ থেকে নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।এখন শুধু সময়ের অপেক্ষা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584