নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার থেকে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে শুরু করে ব্লক স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুসারে মহামারী নোভেল করোনা ভাইরাসের প্রকোপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করার লক্ষ্যে সারা রাজ্যেই লকডাউনের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।
কিন্তু তারই মাঝে দৈনন্দিন জীবনের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন দৈনন্দিন সবজি বাজার থেকে শুরু করে মুদিখানা দোকান, দুধের দোকান, ওষুধের দোকান সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় দোকান খোলার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন, সেইমতো সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায় দৈনিক সবজি বাজার সহ মাছ ও মাংসের দোকান খোলা হয়েছে।
আরও পড়ুনঃ পথে নেমে জনতার জটলা ভাঙলেন ডায়মন্ড হারবারের এসডিও-এসডিপিও
কিন্তু রাজ্য স্বাস্থ্য দফতর ও ব্লক স্বাস্থ্য দফতরের এটাও নির্দেশ ছিল যে একসঙ্গে সাত থেকে আটজন ভীড় করা যাবে না, কিন্তু তা চোখে পড়ল না এই দিন। অর্থাৎ এই করোনা ভাইরাসের সচেতনতাবোধ এখনও মানুষের মধ্যে যে আসেনি তা বলা বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584