তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস ছেড়ে দেওয়ার শপথ অধীরের

0
1165

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

Emotional oath to quit Congress by challenging the Trinamool
নিজস্ব চিত্র

রাজ্য ব্যাপী জেলায় জেলায় আইন অমান্য কর্মসূচীর অঙ্গ হিসাবে অধীর গড় মুর্শিদাবাদে ছিল অন্যমাত্রা।শিয়রে লোকসভা ভোট।রাজনৈতিক পারদ তুঙ্গে তিন ধরে রাখার চ্যালেঞ্জ আধীরের অপরদিকে অধীর গড়ে ধূলিসাৎ এর শপথ শাসক তৃণমূলের।কৃষকের কৃষি ঋন মুকুব,রাজ্যে গনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সোমবার দুপুরে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে কংগ্রেসের ডেপুটেশন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের পর্যবেক্ষক এবং সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক গৌরব গগৈ, রাজ্য কংগ্রেস মুখপাত্র তথা কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র, জঙ্গীপুর সাংসদ অভিজিৎ মুখার্জী, জেলার কংগ্রেস বিধায়কগন সহ কংগ্রেসের নেতা কর্মীরা।

আরও পড়ুন: পূর্ব-বর্ধমান জেলা ছাত্র-যুব উৎসবের সূচনা

Emotional oath to quit Congress by challenging the Trinamool
নিজস্ব চিত্র
Emotional oath to quit Congress by challenging the Trinamool
নিজস্ব চিত্র

এই মঞ্চ থেকে অনুষ্ঠান চলাকালীন কয়েকজন নেতৃত্ব জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিতে যান।এদিনের মঞ্চ থেকে অধীর চৌধুরী তৃনমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে হুমকির সূরে জানান যে,“তৃনমূল বলছে তোরা যতই লাফা পঞ্চায়েত নির্বাচন যেমন হয়েছে লোকসভা নির্বাচন সেই রকমই হবে।অধীর চৌধুরী চ্যালেঞ্চ ছুঁড়ে দিয়ে বলেন আমি কংগ্রেসের পক্ষ থেকে বলছি ন্যাড়া বেলতলা একবারই যায়।এই মুর্শিদাবাদে যারা তৃনমূলের যারা মস্তান তারা কান খুলে শুনে নিন,তোদের হাতে গুলি আছে,পিস্তল আছে,টাকা আছে।

Emotional oath to quit Congress by challenging the Trinamool
নিজস্ব চিত্র

তোদের মস্তান আছে, তোদের বাপ পুলিস আছে,তোদের বাপের বাপ আছে নবান্নতে, পশ্চিমবঙ্গ সরকার আছে তোদের।তোদের টাকার অভাব নেই, তোদের গুলির অভাব নেই, মস্তানের অভাব নেই তোদের কোন কিছুর অভাব নেই। যদি মুর্শিদাবাদ জেলায় ১টা বুথে তৃনমূলের মস্তান আর পুলিস মিলে যদি ১টা বুথ দখল করতে পারে আমি কংগ্রেস করা ছেড়ে দেব এম পি পদ ছেড়ে দেব”।তিনি আরও বলেন আজ থেকেই লোকসভার প্রস্তুতি শুরু হয়ে গেল।

Emotional oath to quit Congress by challenging the Trinamool
নিজস্ব চিত্র

আজ এই মঞ্চ থেকে জঙ্গিপুরের সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় প্রকাশ্যে বললেন বাবার নৌকা যেমন পার করেছিলেন তেমন ছেলে ও নৌকা পার করবেন অধীর রঞ্জন চৌধুরী।কোথায় আছে ভোলেবাবা পার কারেগা ঠিক সেরকমই অধীর বাবা পার করেগা এমনই উক্তি মঞ্চ থেকে করলেন প্রণব পুত্র।

Emotional oath to quit Congress by challenging the Trinamool
নিজস্ব চিত্র
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here