নবদ্বীপ ধামের গঙ্গা তীরবর্তী ঘাটের সংস্কার

0
68

শ্যামল রায়,নদীয়াঃ

চৈতন্য ভূমি নবদ্বীপ শহরে দেশ-বিদেশ থেকে প্রতিদিন বহু পর্যটক আসেন। আর এই সকল পর্যটকরা নবদ্বীপ শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন যেমন করেন তেমনি গঙ্গায় স্নান করার রেয়াজ সর্বজনবিদিত।
গঙ্গায় স্নান করার পরে পর্যটকরা তাদের পোশাক-পরিচ্ছদ পরিবর্তন এবং শৌচাগার ব্যবহারের জন্য পর্যাপ্ত কোন ব্যবস্থা ছিলনা নবদ্বীপ গঙ্গা তীরবর্তী ঘাটগুলোতে।
নবদ্বীপ স্বরুপগঞ্জ ঘাট থেকে শুরু করে যে সমস্ত ঘাটগুলো রয়েছে সেই সমস্ত ঘাটের সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে নদিয়া জেলা পরিষদের বিদায়ী জনস্বাস্থ্য কর্মদক্ষ হরিদাস দেবনাথ।
রবিবার স্বরুপগঞ্জ ঘাটের অটল পল্লী রথ তলা ঘাট পরিদর্শন করেন।

সংস্কারের কাজ শুরু হয়েছে।নিজস্ব চিত্র

গঙ্গা তীরবর্তী এই অটল পল্লী বটতলার ঘাটতিতে পাথর দিয়ে যেমন বানানো হয়েছে তেমনি সুন্দর ঝাঁ-চকচক সিঁড়ি তৈরি করে দেয়া হয়েছে। এছাড়াও যারা গঙ্গায় স্নান করতে পর্যটকরা আসেন সেই সকল যাত্রী সাধারণের জন্য তৈরি কাজ চলছে একটি শৌচাগার সহ বিল্ডিং তৈরির কাজ।
হরিদাস দেবনাথ জানিয়েছেন যে এই বিল্ডিংটি তৈরি করতে জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তর থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা।
তিনি নবদ্বীপ ধামের সেবা কাজের সাথে যুক্ত থেকে নিজেকে দাস হিসাবে তৈরী করতে চেষ্টা করছেন।
এরকমভাবে স্বরুপগঞ্জ ঘাট এলাকায় রয়েছে প্রায় ছয় থেকে সাতটি ঘাট। ইতিমধ্যে তিনটি ঘাটের সিঁড়ি সহ পোশাক পাল্টানোর ঘর এবং শৌচাগারের কাজ শুরু হবে। রয়েছে চরমাজদিয়া বাজারে একটি ঘাট রথ তলা ঘাট নিমতলা ঘাট নিমাই বৈরাগ্যের ঘাট।
এই সকল ঘাটের সংস্কারের পাশাপাশি শৌচাগার তৈরি এবং একটি করে বিল্ডিংয়ের তৈরীর কাজ করা হবে।
এই ঘরগুলোর কাজ শেষ হলে বহিরাগত পর্যটকদের কাছে গঙ্গা স্নান সেরে পোশাক পাল্টানো এবং শৌচাগারের ব্যবহার সমস্ত কিছুই তারা অনায়াসে করতে পারবেন। তিনি উল্লেখ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে নবদ্বীপ ধাম চৈতন্য জন্মস্থান। এই জন্মস্থানে কয়েক লক্ষ  মানুষ আসেন দোলের সময় এছাড়াও বিভিন্ন উৎসবের সময় পুণ্যার্থীরা আসেন নবদ্বীপ ধামে বেড়াতে ।এছাড়াও প্রতিমাসে প্রচুর পর্যটকদের আনাগোনা হয়।
তাই গঙ্গা তীরবর্তী বিভিন্ন স্নানের ঘাটে ছিল না এরকম পোশাক পাল্টানোর ঘর এবং শৌচাগার তাই চরম সমস্যার মধ্যে পড়তে হতো যাত্রীসাধারণকে‌। আগামী দিন নবদ্বীপ স্বরুপগঞ্জ থেকে যত ঘাট আছে সবগুলোকেই মেরামত এবং স্নানের ঘর তৈরি করা হবে। তিনি বলেন স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার অনুপ্রেরণায় এই সমস্ত উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে এবং চলছে।
খুব শীঘ্রই এই সকল উন্নয়নমুখী কাজের উদ্বোধন হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here