মনিরুল হক কোচবিহারঃ
দলের যুব কর্মীদের নামে মিথ্যা মামলা করে ফাঁসানো হচ্ছে, এই অভিযোগ তুলে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের সাথে দেখা করলেন তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায়ের নেতৃতে একদল প্রতিনিধি। এদিন ওই প্রতিনিধি দলে ছিলেন ভেটাগুরি ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রতন বর্মন, ভেটাগুরি ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা বিবি, তপন বর্মন, গীতা সরকার, বাদল সরকার সহ আরো অনেকে।
গত রবিবার দিনহাটা ১ নং ব্লকের ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেস কর্মী রহমত আলী খন্দকারের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের অভিযোগ ওঠে তৃণমূল যুব কংগ্রেসের একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের নামে অভিযোগ দায়ের হয়। এই অভিযোগ গুলি উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা, এমনই দাবি তুলে দিনহাটা থানার আইসি সাথে দেখা করেন ওই প্রতিনিধি দলের সদস্যরা।
সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় বলেন, বেশ কয়েকদিন ধরে দিনহাটা ১নং ব্লকের ভেটাগুড়ির বিভিন্ন এলাকায় কিছু সমাজবিরোধী সন্ত্রাস সৃষ্টি করেছে। কোথাও বাড়িঘর ভাঙচুর আবার কোথাও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। আর এইসব ঘটনার দায় এসে পড়ছে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর। তাই সমস্ত ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির দাবিতে আজ আইসির সাথে দেখা করে আবেদন জানানো হল। দিনহাটা থানা সূত্রে জানা গেছে, ভেটাগুরিতে ঘটে যাওয়া ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন: পথচারীকে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কা অটোকে,আহত চার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584