৫ রাজ্যের ভোট পেরোতেই কোপ মধ্যবিত্তের সঞ্চয়ে, ইপিএফের সুদ ৮.৫ থেকে ৮.১% হতে চলেছে

0
68

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ফের মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ পড়তে চলেছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফাণ্ডের সুদের পরিমাণ ৮.৫ শতাংশ থেকে কমে ৮.১ শতাংশ হতে চলেছে শীঘ্রই এমনটাই খবর পাওয়া গিয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে।

Employees Provident Fund

২০২১-২২ অর্থবর্ষে ইপিএফে এই পরিমাণ সুদের হার কমানোর প্রস্তাব অর্থ মন্ত্রকের কাছে রাখতে চলেছে ইপিএফ কমিটি। বিগত ৪০ বছরে এত নীচে নামেনি ইপিএফে সুদের হার। ১৯৭৭-৭৮ সালে ইপিএফে সুদের হার ছিল ৮ শতাংশ, তারপর আর কখনো এত কম হয়নি ইপিএফের সুদের হারের পরিমাণ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে শেয়ার বাজারে পতন অব্যাহত। এছাড়া মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি সামলাতে হিমশিম খাচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গিয়েছে প্রবল।

আরও পড়ুনঃ ব্যাটারি ও CNG চালিত গাড়িতে রেজিস্ট্রেশন ফি এবং রোড ট্যাক্সে ছাড়ের প্রস্তাব বাজেটে

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ৫ রাজ্যে বিধানসভা ভোট থাকায় তখনই পেট্রোল, ডিজেল ও এলপিজির দাম বাড়ায়নি সরকার। তবে ৪ রাজ্যে শাসক শিবির প্রভূত জয় পেয়েছে। ফলে শীঘ্রই দেশের বাজারেও পেট্রল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কা করছেন সকলেই। এর মধ্যেই ইপিএফে সুদের হার কমার খবর সামনে আসায় সাধারণ মানুষ দেশের সাধারণ মানুষের বক্তব্য, এ’তো সবে শুরু!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here