এনামুল-লালা যোগসূত্র সিবিআই তদন্তে

0
155

শুভম বন্দ্যোপাধ্যায় কলকাতাঃ

গরু পাচার চক্রের মতো এক বিশাল পাচার চক্র শুধুমাত্র একটা গ্যাং যুক্ত নেই। এর পেছনে যুক্ত রয়েছে কয়লা মাফিয়ারাও। এবার গরু পাচারকাণ্ডের মাথা এনামুলের সঙ্গে জড়াল রাজ্যের এক কুখ্যাত কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালার নাম।

Enamul Haque | newsfront.co
এনামুল হক

এনামুলের বাহিনীর মাধ্যমেই গরু পাচার চক্রের সঙ্গে উত্তরবঙ্গে কয়লা পাচার করত লালা, এমনটাই জানতে পেরেছেন সিবিআই গোয়েন্দারা।এদিকে দিল্লির আদালতে জামিন পেয়ে শনিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছে এনামুল। সেখান থেকে ছাড়া পেলে তাকে রিমান্ডে কলকাতায় নিয়ে আসার আবেদন করবে সিবিআই।

আরও পড়ুনঃ ভুবনেশ্বরের জেলে মৃত্যু বেআইনি অর্থলগ্নি সংস্থা আইকোর কর্তা অনুকূল মাইতির

দিন কয়েক আগে বেনিয়াপুকুরে এনামুলের বাড়ি তল্লাশি চালানোর সময় কলকাতায় শেক্সপিয়র সরণী-সহ বেশ কয়েকটি এলাকায় অনুপ মাঝির বাড়ি ও অফিসে হানা দেয় আয়কর দফতর। সেখান থেকে উদ্ধার হয় বহু কাগজপত্র। সেখানেই অনুপ-এনামুলের সম্পর্কের হদিশ মিলেছে। যদিও তদন্তের স্বার্থে এতদিন এই তথ্য প্রকাশ করেননি গোয়েন্দারা।

আরও পড়ুনঃ রাজনৈতিক দড়ি টানাটানিতে ভাবিত নন বাঁকুড়ার অমিত-সঙ্গী বিভীষণ

তদন্তে উঠে এসেছে, অনুপ মাঝি মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গে কয়লা পাচার করত। সেই জন্য এনামুল বাহিনীর গরু পাচার চক্রের সাহায্য নিত সে।

রাজ্যে গরু পাচারকাণ্ডের সিবিআই তদন্তে কয়েকজন বিএসএফ আধিকারিকের নাম জড়িয়েছে। এবার এনামুলের সঙ্গে জড়াল কয়লা পাচারের অভিযোগ।

জানা গিয়েছে, ওই কয়লা পাচারের সঙ্গে জড়িত রাজ্যের কয়েকজন ব্যবসায়ী। পাচারের ডিল হত পার্ক সার্কাস, তোপসিয়া ও নিউটাউনের কয়েকটি আবাসনে। বিএসএফ পুলিশ কয়লা মাফিয়ার পর আর কারা কারা এনামুলের সঙ্গে জড়িত আছে, আপাতত তার খোঁজ চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here