ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
হায়দ্রাবাদ ধর্ষণকান্ডে অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু প্রসঙ্গে সাইবারাবাদের পুলিশ কমিশনার ভি এস সাজ্জানার শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানান, ‘আইন তার কাজ করেছে’।
Cyberabad CP, VC Sajjanar: We suspect that the accused were also involved in many other cases in Karnataka, investigation is on. https://t.co/CaVAXikdjo
— ANI (@ANI) December 6, 2019
তিনি আরও জানান যে, ‘ঘটনার পূর্ননির্মানের সময় অভিযুক্তরা পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।’ কমিশনারের দাবি, এরপরই পুলিশ প্রতি আক্রমণ করে। সংঘর্ষে দুই জন পুলিশ কর্মী আহত হয়েছে বলেও তিনি জানান। তাদের মাথায় নন বুলেট আঘাত রয়েছে বলে জানানো হয়েছে।
Cyberabad CP, VC Sajjanar on today's encounter: I can only say that law has done its duty. #Telangana pic.twitter.com/Sh1oYwGEso
— ANI (@ANI) December 6, 2019
কমিশনার সাজ্জানা ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তরা প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যেই দুইজন অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। বাকি দুজনও লাঠি নিয়ে পুলিশকে আক্রমণ করে। এমতাবস্থায় পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশ তাদের আত্মসমর্পণের সুযোগ দিলেও তার আক্রমণ বন্ধ করেনি। তখনই পুলিশ পাল্টা আক্রমণ করে। যার জেরে মৃত্যু হয় চার অভিযুক্তর।
Cyberabad CP, VC Sajjanar: The police warned them and asked them to surrender but they continued to fire. Then we opened fire and they were killed in the encounter. During encounter, two police men have been injured and they have been shifted to the local hospital. https://t.co/CaVAXikdjo
— ANI (@ANI) December 6, 2019
কিন্তু ভোররাতের এই এনকাউন্টার ঘিরে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। কিভাবে সেফটি লক থেকে অস্ত্র ছিনতাই করল অভিযুক্তরা? কমিশনারের দাবি, ছিনতাই হওয়া অস্ত্রগুলি আনলক অবস্থায় ছিল।
Cyberabad CP VC Sajjanar: On 4 and 5 December, we interrogated the accused after taking the accused into police custody. #Hyderabad pic.twitter.com/0pLwORclPO
— ANI (@ANI) December 6, 2019
আরও পড়ুনঃউন্নাও ধর্ষনকাণ্ডে নিগৃহীতাকে পুড়িয়ে হত্যার চেষ্টা অভিযুক্তদের
মানবাধিকার কমিশন জানিয়েছে, তারা একটি দলকে ঘটনাস্থলে পাঠাবে। সেই দলের নেতৃত্বে থাকবেন তেলেঙ্গানার এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক। ওই দল ঘটনাস্থল ঘুরে রিপোর্ট দেবে বলে জানিয়েছে কমিশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584