নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সুরক্ষা বাড়লো হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে। সংস্থা জানিয়েছে এখন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাক আপও হবে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপের সুরক্ষা আরো বাড়াবে বলেই মত বিশেষজ্ঞদের। 64-bit এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ। ব্যবহার করা যাবে পাসওয়ার্ড।
গুগল ড্রাইভ ও আই ক্লাউডে সেভ হয় হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ। এখন থেকে তাও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। ফলে ব্যাক আপ থেকে ব্যক্তিগত চ্যাট হ্যাক হওয়ার সম্ভাবনা আর থাকছেনা। সংস্থা জানিয়েছে, অ্যাকাউন্ট মালিকের যখন চ্যাট ব্যাকআপ অ্যাকসেস করার প্রয়োজন হবে, তখন পাসওয়ার্ড অথবা ‘এনক্রিপশন কি’ ব্যবহার করে তা অ্যাকসেস করা যাবে।
চ্যাট ব্যাক আপ রিট্রিভ করার সময় মনে রাখতে হবে কয়েকটি জিনিস। পাসওয়ার্ড ভেরিফিকেশন করতে ব্যবহৃত হবে হার্ডওয়্যার সিকিউরিটি মডিউল কি( HSM KEY)। কোনও গ্রাহক যখন পাসওয়ার্ডের সাহায্যে চ্যাট সুরক্ষিত করার চেষ্টা করবেন, তখন এই কি একটি ব্যাক-আপ কি ভল্টে স্টোর হবে। হার্ডওয়্যার সিকিউরিটি মডিউল (HSM) কম্পোনেন্টে এই কি স্টোর হবে।
আরও পড়ুনঃ দেখে নিন কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট গুগল ড্রাইভে ব্যাক আপ ও রেস্টোর করবেন
যখন অ্যাকাউন্ট মালিকের চ্যাট ব্যাকআপ অ্যাকসেস করার প্রয়োজন হবে, তখন পাসওয়ার্ড ব্যবহার করেএইচএসএম (HSM) ব্যাকআপ কি রিস্টোর করা যাবে। কিন্তু, কয়েকবার ভুল পাসওয়ার্ড দিলেই আর HSM ব্যাকআপ কি অ্যাকসেস করা যাবে না। তখন কিন্তু এটি পাকাপাকিভাবে ব্লকও হয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584