নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সরাসরি বিক্রয়কারী ভোগ্যপণ্য (Direct-selling consumer goods) সংস্থা অ্যামওয়ে ইন্ডিয়া-র ৭৫৭ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক দুর্নীতির অভিযোগে সংস্থার এই পরিমাণ সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি। অর্থাৎ এই ৭৫৭ কোটি টাকার সম্পত্তির কোন হস্তান্তর ও লেনদেন করতে পারবে না অ্যামওয়ে ইন্ডিয়া।
ইডি জানিয়েছে, তামিলনাডুর দিনদিগুল জেলার অ্যামওয়ে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নামে থাকা জমি, ফ্যাক্টরি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, প্ল্যান্ট, মেশিনপত্র, সংস্থার নামে থাকা গাড়ি সব কিছুই আপাতত ইডির হাতে। মানি লন্ডারিং আইনের আওতায় এই যাবতীয় সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি।
আরও পড়ুনঃ এটা তিস হাজারি কোর্ট নয়, GAIN BITCOIN scam মামলায় অজয় ভরদ্বাজ-কে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
ইডি-র অভিযোগ, অ্যামওয়ে ইন্ডিয়া একটি মাল্টি লেভেল মার্কেটিং স্ক্যাম চালাচ্ছিল। তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিকরা অ্যামওয়ে ইন্ডিয়ার একটি পিরামিড মডেল জালয়াতির হদিশ পেয়েছেন। গত ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকার ডিরেক্ট সেলস কোম্পানিগুলির সমস্ত পিরামিড স্কিমে নিষেধাজ্ঞা জারি করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584