এটা তিস হাজারি কোর্ট নয়, GAIN BITCOIN scam মামলায় অজয় ভরদ্বাজ-কে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

0
71

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

দেশের শীর্ষ আদালত কোন জেলা আদালত নয় যে নাটক করে সময় নষ্ট করবেন, GAIN BITCOIN scam মামলায় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি সুর্যকান্তের  তীব্র ভর্ৎসনা  মামলাকারী অজয় ভরদ্বাজ-কে। সুপ্রিম কোর্টের পূর্ব নির্দেশ না মানার কারণে আদালত এই মামলা খারিজ করেও দিতে পারে।  আগের নির্দেশ মেনে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের আইডি ও পাসওয়ার্ড তুলে দিন তদন্তকারী সংস্থার হাতে, নির্দেশ সুপ্রিম কোর্টের।

gainbitcoin scam case
ছবিঃ বার এন্ড বেঞ্চ

GAIN BITCOIN scam মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত অজয় ভরদ্বাজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  ইতিমধ্যে অজয় তাঁর বিরুদ্ধে হওয়া মামলা খারিজ করার আর্জি জানিয়ে দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। আদালত নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে অজয়-কে, সংস্থার হাতে তুলে দিতে হবে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের আইডি, পাসওয়ার্ড সহ সব তথ্য। তা অজয় ইডি-র হাতে তুলে দেননি এখনো। আর এতেই অত্যন্ত ক্ষুব্ধ বিচারপতিরা ভর্ৎসনা করেন তাঁকে। অজয়ের দাবি, তিনি এই মামলায় আদৌ যুক্ত নন। GAIN BITCOIN নামের মাল্টি লেভেল মার্কেটিং-এর এই ব্যবসা তাঁর ভাই অমিত ভরদ্বাজের। তিনি গত জানুয়ারি মাসে মারা গিয়েছেন।

আরও পড়ুনঃ নিজের গাড়িতে নিজে আগুন লাগিয়ে দোষ দুষ্কৃতিদের ঘাড়ে! গ্রেপ্তার তামিলনাডুর বিজেপি নেতা

কি এই  GAIN BITCOIN scam!

Gainbitcoin ছিল আসলে একটি মাল্টি লেভেল মার্কেটিং স্কিম যা চালাতেন অমিত ভরদ্বাজ। সংস্থাটি বিনিয়োগকারীদের প্রতিশ্রুতি দিয়েছিল ১৮ মাস যাবত Bitcoin-on-Bitcoin জমা করলে প্রতি মাসে ১০ শতাংশ হারে ফেরত দেওয়া হবে তাঁদের। এছাড়া ছিল আরো কিছু আর্থিক সুবিধার প্রতিশ্রুতি। কিন্তু ফলপ্রসূ হয়নি কিছুই, বিনিয়োগকারীরা বাকি সুবিধা তো দূরের কথা , বিনিয়োগের টাকাই ফেরত পাননি। পুরোটাই ছিল একটি স্ক্যাম। সে নিয়েই মামলা হয় এবং তদন্ত শুরু করে ইডি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here