নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ট্রেন্টব্রিজে টেস্টে প্রথম দিনে খেলার শেষে চালকের আসনে ভারত। ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দিনের পঞ্চম বলে বুমরাহ ফিরিয়ে দেন রোরি বার্নসকে। তিনি শূন্য রানে এলবিডব্লিউ হন। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ক্রলি ২৭, রুট ৬৪ ও ব্রেইস্টো ২৯ কিছুটা লড়াই করলেও ভারতের পেস বোলিং সামনে অসহায় আত্মসমর্পণ করে ইংল্যান্ড।
চার ইংরেজ ব্যাটসম্যান বার্নস, লরেন্স, বাটলার ও রবিনসন খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। শেষ ৪৫ রান তুলতে ৭ টি উইকেট হারায় মাত্র ৩৭.৪ ওভারে । পুরো ইংল্যান্ড দল ১৮৩ রানে অলআউট হয়ে যায়। ভারতের জসপ্রীত বুমরাহ ৪ টে ও মহম্মদ সামি ৩ টি ও শার্দূল ঠাকুর ২ উইকেট তুলে নেন।
ইংরেজ অধিনায়ক জো রুট টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা সেটা পরে জানা যাবে, তবে ইংল্যান্ডের আবহাওয়ায় ভারতের পেস বোলিং যে ইংল্যান্ডকে সমস্যায় ফেলবে তা প্রথম দিনেই বোঝা গেল।
আরও পড়ুনঃ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পরাজিত অস্ট্রেলিয়া, বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি
রুট ভারতে পেস অ্যাটাকের মোকাবিলা করলেও অন্যরা সঙ্গ দিতে পারেননি। রুট ১০৮ বল খেলে ১১ টি চারের বিনিময়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারত কোনো উইকেট না হারিয়ে ২১ রান করেছে। রোহিত ৯ ও রাহুল ও ৯ রানে অপরাজিত রয়েছেন।
আরও পড়ুনঃ চাক দে ইন্ডিয়া-২ রিমেক! অলিম্পিক্সে সেমিফাইনালে পরাজিত ভারতের মহিলা হকি দল
তবে এই টেস্ট ম্যাচের প্রথম দিন দর্শকাসনে এক বিরল ছবি ধরা পড়ে। জন ক্লাক নামে এক দর্শক দীর্ঘ দিন ধরে ট্রেন্টব্রিজে টেস্ট ম্যাচ দেখতেন, কিন্তু কয়েক দিন আগে তিনি মারা যাওয়ার পর তার বন্ধুরা তার জন্য টিকিট কেটেছেন। তার অনুপস্থিতে তার চেয়ারটা ফাঁকা তাকে স্মরণ করে তার বন্ধুরা।
এই দৃশ্য দেখে সমস্ত ক্রীড়া অনুরাগীরা আপ্লুত, শুধুমাত্র বন্ধু নয় একজন ক্রিকেট প্রেমীকে নিজের আবেগে ধরে রাখল ট্রেন্টব্রিজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584