পাক পেসারদের দাপটে ইংল্যান্ড অল আউট ১৮৪ রানে

0
116

স্পোর্টস ডেস্কঃ-

আজ থেকে লর্ডসে শুরু হয়েছেইংল্যান্ড-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট। লর্ডস টেস্টের প্রথম দিনেই ইংলিশ ব্যাটসম্যানদের রীতিমতো কাঁপিয়ে অল আউট করলেন পাক পেসার বাহিনী; মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, হাসান আলি ও ফাহিম আশরাফ।

মোহাম্মদ আব্বাস

টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নামলে ইনিংসের চতুর্থ ওভারে মার্ক স্টোনেম্যানকে (৪) সরাসরি বোল্ড করেন মোহাম্মদ আব্বাস। তারপর দশ রানের ব্যবধানে জো রুট (৪) ও ডেভিড মালানকে (৬) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন হাসান আলি।

দূর্দান্ত হাসান আলী

অ্যালিস্টার কুকের সাথে তারপর জনি বেয়ারস্টো ও বেন স্টোকসরা কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে প্রতিরোধটা দীর্ঘস্থায়ী হয়নি ।বেয়ারস্টোকে (৩৮) ফেরান ফাহিম আশরাফ। দলীয় ১৪৯ রানের মাথায় ৭০ রান করা অ্যালিস্টার কুককে সরাসরি বোল্ড করেন মোহাম্মদ আমির। ইংল্যান্ড তখন ১৪৯/৫। আর ১৬ রান যোগ হতেই আরও দুটি উইকেট তুলে নেন হাসান আলী ও মোহাম্মদ আব্বাস। শেষ পর্যন্ত ১৮৪ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।

প্রতিরোধ

হাসান আলী ও মোহাম্মদ আব্বাস চারটি করে উইকেট তুলে নেন। বাকি দুটো উইকেট নেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ আমির।

জবাবে পাকিস্তান ব‍্যাট করতে নেমে দিনের শেষে সংগ্ৰহ এক(১) উইকেটে ৫০। আজাহার আলী ও হ‍্যারিস সোহেল অপরাজিত আছেন যথাক্রমে ১৮ ও ২১ রানে।

(ছবি-টুইটার)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here