নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ইংরেজবাজার পুরসভার নবনিযুক্ত প্রশাসক মন্ডলীর প্রথম সভার দিন পুরসভার স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেওয়া হল থার্মাল গান।
ইংরেজবাজারের প্রশাসক নীহাররঞ্জন ঘোষ এদিন জানিয়েছেন, পুরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে প্রতিটি বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে থার্মাল গান এবং চারটি স্বাস্থ্য কেন্দ্রের জন্য ১ টি করে মোট ৩৩ টি থার্মাল গান তুলে দেওয়া হল স্বাস্থ্যকর্মীদের হাতে।
আরও পড়ুনঃ ভিডিও কনফারেন্সে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের সাথে কথা মুখ্যমন্ত্রীর
তিনি বলেছেন, ‘যদি দেখা যায় যে কোন বাড়িতে কোন নাগরিকের উচ্চ তাপমাত্রা রয়েছে তাহলে তিনি আমাদের স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করবেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মালদা জেলা স্বাস্থ্য দফতরের সাথে যোগাযোগ করে তার বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584