নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনে ইংরেজবাজার এলাকায় কড়াকড়ি শুরু করল পুলিশ। রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় গার্ডরেল দিয়ে রাস্তা আটকাল পুলিশ।লকডাউন শুরু হওয়া সত্বেও স্টেশন রোড থেকে শুরু করে বিএস রোড অবাধে চলছে টোটো, ই-রিকশা, মোটরবাইক, সাইকেল, রিকশা। লকডাউনে ইংরেজবাজার শহরের রথবাড়ি আনাজ বাজারে মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে সেজন্য জায়গায় জায়গায় গোল এঁকে দিয়েছিল পুলিশ।
কিন্তু বৃষ্টিতে সেসব ধুয়ে গিয়েছে। গা ঘেঁষাঘেষি করে বাজারে কেনাবেচা চলেছে। এই দৃশ্য শুধু রথবাড়ি বাজারেই নয়, পুরো শহর জুড়েই। রবিবার সকালে এই পরিস্থিতি সামাল দিতে রবীন্দ্র অ্যাভিনিউ, ফোয়ারা মোড়ে তৎপর হয়েছে পুলিশ। পুলিশ প্রশাসন থেকে স্পষ্ট হয়ে গিয়েছে, গার্ডরেল টপকে যেতে হলে কারণ জানাতে হবে পুলিশকে। সন্তুষ্ট হলে তবেই মিলবে গার্ডরেল টপকানোর অনুমতি।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে নতুন করে ১৩ জন করোনা আক্রান্ত
তাই শহরের অলিগলি দিয়েই শুরু হয়েছে যাতায়াত।শহরের বাসিন্দাদের দাবি, গলির শহর হিসেবে পরিচিত ইংরেজবাজার। পুলিশের নজর এড়াতে অলিগলিতেই টোটো, ই-রিকশা, মোটর সাইকেলের আনাগোনা বেড়েছে। তাতে করোনা নিয়ে ভয় বাড়ছে অলিগলির বাসিন্দাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584