ইংলিশ চ্যানেলের পর কালনার সায়নীর লক্ষ্য এবার অস্ট্রেলিয়ার রটনেস্ট চ‍্যানেল

0
191

পল্লব ঘোষ, কালনা, বর্ধমান:

সদ্য ইংলিশ চ্যানেল জয় করে ফিরেছেন। কিন্তু থেমে থাকার অবসর নেই তাঁর কাছে।নতুন লক্ষ্য স্থির করে বৃহস্পতিবার থেকেই কালনা জাপটের একটি পুকুরে খুদে সাঁতারুদের সাথে সাঁতার কেটে দ্বিতীয় ইনিংসের সূচনা করে দিলেন সদ্য ইংলিশ চ্যানেল জয়ী সায়নী দাস

গতকাল সাত সকালে বাবার সাথে পুকুর পারে চলে আসেন সায়নী। ইংলিশ চ্যানেলের পর এবার তার লক্ষ্য  অস্ট্রেলিয়ার রটনেস্ট চ‍্যানেল জয়। প্রস্তুতি শুরুর ফাঁকে সায়নি বললেন, এই পুকুরে প্র্যাকটিস করেই আমার সাফল্য এসেছে । তাই দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি এখান থেকেই শুরু করলাম। এদিন সায়নীর সঙ্গে কালনার খুদে সাতারুরাও প্র্যাকটিস চালালো জোর কদমে।

চলছে প্র‍্যাকটিস

এদিন সায়নীর সঙ্গে তাঁর বাবা পেশায় শিক্ষক রাধেশ্যাম দাস এসেছিলেন মেয়ের নতুন অধ্যায়ের প্রস্তুতির সাক্ষী হতে। তিনি বললেন, মেয়ের সাহসি পদক্ষেপ তাকে উৎসাহিত করেছে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যালেন জয়ের লক্ষ্যে এই প্রস্তুতি শুরু হয়েছে। তবে শুধু পুকুরে নয় পাশাপাশি কালনা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভাগীরথীতেও চলবে সামান তালে সাঁতারের প্রস্তুতি।তিনি বলেন,অনেক প্রতিকূলতাকে জয় করে সায়নী সফলতা পেয়েছে। জয়ের পর রাজ্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এছাড়াও বিভিন্ন সংস্থা নানা ভাবে সাহস জুগিয়ে চলেছেন।

তাই সায়নীও বদ্ধপরিকর আগামী লক্ষ্য সে জয় করে শুধু বাংলার নয়,গোটা দেশের নাম উজ্জ্বল করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here