বিরল টিউমারের সফল অস্ত্রোপচার

0
169

বদরুল আলম, নিউজফ্রন্ট

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান ডাঃ উৎপল দে‘র নেতৃত্বে প্রায় আট কেজি ওজনের বিশাল টিউমার সফলতার সঙ্গে অপারেশন করা হয়। সহকারী চিকিৎসক হিসাবে ছিলেন ডাঃ দেবজ্যোতি শাসমল ডাঃ সৃজন বসু ও ডা সুব্রত পাহাড়ী।

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান ডাঃ উৎপল দে

ডাঃ উৎপল দে নিউজফ্রন্ট প্রতিবেদককে জানান যে, তিনি চিকিৎসক হিসাবে এই প্রথম এত বড় টিউমার দেখলেন। একই সঙ্গে এই জটিল অপারেশন সফল হওয়ায় তাঁরা খুব খুশী বলে জানান।

ঘটনার প্রকাশ এই যে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ীর বাসিন্দা লক্ষণ হাঁসদা হাঁটুতে আট কেজি ওজনের এই টিউমার নিয়ে বিগত পঁচিশ বছর ধরে চরম যন্ত্রণা ভোগ করছিলেন। পূর্বে বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গিয়ে পা বাদ দেওয়ার নিদান দেওয়া হয় ফলে তিনি আর অপারেশন থিয়েটার মুখো হতে চান নি।কিন্তু সম্প্রতি টিউমারটি ফেটে যাওয়ায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন, সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে নির্ণীত হয় এটি এক ধরনের সারকামো এবং অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বুধবার টানা দু’ঘন্টার জটিল অপারেশনের মাধ্যমে টিউমারটি বাদ দেওয়া হয়।

অপারেশন সফল হলেও পরবর্তী পদক্ষেপ হিসাবে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা হবে এটি কোন ধরনের সারকামো।পাশাপাশি অপারেশনের ফলে হাঁটুতে বড় মাপের ক্ষত তৈরী হওয়ায় তা প্লাস্টিক সার্জারির মাধ্যমে মেরামত করা হবে বলে জানান উৎপল বাবু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here