সাংবাদিক ডোডো রে’র অভিনব উদ্যোগ ‘থান্ডার গার্ল’

0
415

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

movie | newsfront.co

দীর্ঘদিন হল সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ডোডো রে (চন্দন)। পাশাপাশি গান তাঁর প্যাশনের জায়গা। সঙ্গীত চর্চা করেন নিয়মিত। বেশ কিছু শর্ট ফিল্মও বানিয়েছেন। একইসঙ্গে অভিনেতাও তিনি। গান লেখা এবং সুর বাঁধা এবং সঙ্গীত প্রযোজনা সবেতেই সাবলীল তিনি।

actress | newsfront.co

তবে, এই লকডাউনে এক অভিনব উদ্যোগ নিয়ে হাজির হলেন ডোডো। ইংরেজি ভাষায় একটি রোম্যান্টিক, প্রেমমুখর মিউজিক্যাল ভিডিও বানালেন তিনি। নাম রেখেছেন ‘থান্ডার গার্ল’। ইতিমধ্যেই লাতিন আমেরিকা সহ বিশ্বের নানা প্রান্তে গ্রহণযোগ্যতা পেয়েছে গানটি।

ইংরেজি তো বটেই পর্তুগীজ, স্প্যানিশ, ইটালিয়ান ভাষাতেও গান গাইতে ও বাঁধতে পারেন ডোডো রে। ভিডিওতে দেখানো হচ্ছে- এক সুন্দরী তণ্বীর প্রেমে পাগল ডোডো। মেয়েটিকে সে দেখে আর দিনরাত ভাবে তার কথা। ছুঁতে গিয়ে দেখে কোথায় কে? সবই মনের ভুল।

Dodo | newsfront.co

একদিন মেয়েটি তার প্রেমিকের সঙ্গে গাড়িতে চেপে চলে যায়। পাগলপ্রেমী ডোডো তাকে ফিরে আসার জন্য নিজের গানে গানে কাকুতি মিনতি জানায়। ফিরে কি আসে ডোডোর থান্ডার গার্ল? সেটাই দেখার বিষয় এই ভিডিওতে।

New song | newsfront.co

থান্ডার গার্ল-এর চরিত্রে নবাগতা অর্পিতা আইভি। পাগল প্রেমিকের চরিত্রে ডোডো। এ ছাড়াও রয়েছেন সৌরভ চক্রবর্তী এবং তীর্থঙ্কর ভড়। গানের কথা, সুর, কণ্ঠ সবই ডোডোর। গানের অন্যান্য খুঁটিনাটি দিক সামলেছেন চন্দ্রদীপ গোস্বামী।

music video | newsfront.co

ভিডিও এডিটিং-এ প্রমিথ গাঙ্গুলি। কোরিওগ্রাফিতে সৌমিলি ভড়। এক্সিকিউটিভ প্রোডিউসার কেট ইয়ামাগুটি রে। সিনেমাটোগ্রাফিতে সৌরভ চক্রবর্তী এবং ডোডো রে। মেক আপ এবং স্টাইলিং-এও ডোডো রে।

আরও পড়ুনঃ “আমার আগামী দিনের গানের হিরো আমিই”- বললেন অমিত কুমার

romantic scene | newsfront.co

‘থান্ডার গার্ল’-এর শুটিং হয়েছে কলকাতার পার্ক স্ট্রিট, হুগলির চন্দননগরে, দীঘা, ব্রাজিলে। ডোডোর কথায়- “থান্ডার -এর বাংলা অর্থ বিদ্যুৎ। নাম ‘থান্ডার’ রাখার পিছনে বিশেষ কোনও কারণ নেই। ফুটেজ গুলো ল্যাপটপে সঞ্চয় করার সময়ে ফোল্ডারের নাম দিই ‘Thunder’, এরপর কী নাম রাখি তা নিয়ে যখন আমার গিন্নি কেট-এর সঙ্গে জোর জল্পনা চলছে তখন এডিটরই বলেন ‘থান্ডার’ নামটাই বেশি ভাল। ড্রিম গার্ল নামটা বেশ প্রচলিত। সুতরাং থান্ডারই সেরা। আর তাই ‘থান্ডার গার্ল’।”

আরও পড়ুনঃ মর্মস্পর্শী ভাবনায় সমৃদ্ধ শর্ট ফিল্ম ‘সোচ’

Proposal | newsfront.co

‘থান্ডার গার্ল’ গানটি আগেই নানান অ্যাপে হাজির হয়েছে। অবশেষে ভিডিওটিও হাজির হল বিনোদনপ্রেমীদের কাছে। ডোডোর ঝুলিতে রয়েছে আরও বেশ কয়েকটি গান। কিন্তু লকডাউনের কারণে সেগুলির ভিডিও এখনও তৈরি করা সম্ভব হয়নি। পরিস্থিতি আয়ত্বে এলেই ভিডিও তৈরির দিকে মন দেবেন বলে নিউজ ফ্রন্ট-কে জানিয়েছেন ডোডো রে। ‘ডোডো রে অফিসিয়াল’ পেজ-এ হাজির ‘থান্ডার গার্ল’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here