ধনীদের আয়কর বৃদ্ধির প্রস্তাব খারিজ কেন্দ্রের , প্রস্তাবক আধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ

0
1379

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

৫০ জন ইন্ডিয়ান রেভিনিউ অফিসার (IRS-Indian Revenue Service) ‘কভিড১৯ সেস’ অর্থাৎ করোনাভাইরাস কর হিসাবে দেশের বড়লোকদের কাছ থেকে যে ‘কভিড১৯ সেস’ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তা খারিজ করল কেন্দ্রীয় সরকার।

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT-Central Board of Direct Taxes )এর তরফে রবিবার এক বক্তব্যে জানানো হয় যে সেই ৫০ জন ইন্ডিয়ান রেভিনিউ অফিসারের দেওয়া প্রস্তাব অর্থমন্ত্রক এবং সিবিডিটি’র মতামতের ‘বিরোধী’।

 

সেই বক্তব্যে আরও বলা হয় যে ৫০ জন অফিসার তাদের ‘ব্যক্তিগত মতামত এবং উপদেশ’ প্রকাশ করার আগে কর্তৃপক্ষের কাছে কোন অনুমতি নেয়নি। তাই এটা আচরণ ভঙ্গের মধ্যে পড়ে।’এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে’বলেও জানানো হয়।

 

সেই ৫০ জন আইআরএস অফিসারের প্রস্তাবের মধ্যে উল্লেখ্য ছিল- যাদের বাৎসরিক আয় ১ কোটির উপর তাদের কাছ থেকে শতকরা ৪০ শতাংশ আয়কর হিসাব নেয়া হোক। আবার যাদের আয়কর দেওয়ার ইনকাম ১০ লক্ষের বেসি , তাদের শতকরা ৪ শতাংশ ‘কভিড১৯ সেস’ বা ‘করোনাভাইরাস কর’ দেওয়া হোক। এই করে ১৮ হাজার কোটি টাকা পাওয়া যেতে পারে। এছাড়াও সেই প্রস্তাবে বিদেশি কোম্পানি যারা ভারতবর্ষে ব্যবসা করছে বা যাদের ভারতবর্ষে শাখা রয়েছে তাদের কাছেও সারচার্জ নেওয়া হোক।

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে গেছে। কেউ এই প্রস্তাবের স্বপক্ষে তো কেও বিরোধী।

(ছবি: সংগৃহীত ও প্রতীকী)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here