ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
৫০ জন ইন্ডিয়ান রেভিনিউ অফিসার (IRS-Indian Revenue Service) ‘কভিড১৯ সেস’ অর্থাৎ করোনাভাইরাস কর হিসাবে দেশের বড়লোকদের কাছ থেকে যে ‘কভিড১৯ সেস’ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তা খারিজ করল কেন্দ্রীয় সরকার।
The paper FORCE by 50 young IRS officers suggesting policy measures had been forwarded by IRSA to CBDT for consideration. It does not purport to represent the official views of the entire IRS, or the IT Dept.
— IRS Association (@IRSAssociation) April 26, 2020
Almost 50 young IRS officers submit policy suggestions for reviving India's economy, post COVID 19.#IRS: committed to help build Nation's economic immunity.@PMOIndia @nsitharamanoffc @Anurag_Office @FinMinIndia @IncomeTaxIndia pic.twitter.com/vZVqd9HG5S
— IRS Association (@IRSAssociation) April 25, 2020
সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT-Central Board of Direct Taxes )এর তরফে রবিবার এক বক্তব্যে জানানো হয় যে সেই ৫০ জন ইন্ডিয়ান রেভিনিউ অফিসারের দেওয়া প্রস্তাব অর্থমন্ত্রক এবং সিবিডিটি’র মতামতের ‘বিরোধী’।
(3/3)It is reiterated that the impugned report does not reflect the official views of CBDT/MInistry of Finance in any manner.@nsitharamanoffc @Anurag_Office
— Income Tax India (@IncomeTaxIndia) April 26, 2020
I have a better idea. Govt should tax the rich 100%, snatch their properties, nationalise their businesses, seize their accounts, put them in front of a firing squad & make India a glorious saffron soviet socialist state. But then how will IRS guys survive on just their salaries? https://t.co/SvhGLTSd1K
— sushant sareen (@sushantsareen) April 26, 2020
সেই বক্তব্যে আরও বলা হয় যে ৫০ জন অফিসার তাদের ‘ব্যক্তিগত মতামত এবং উপদেশ’ প্রকাশ করার আগে কর্তৃপক্ষের কাছে কোন অনুমতি নেয়নি। তাই এটা আচরণ ভঙ্গের মধ্যে পড়ে।’এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে’বলেও জানানো হয়।
Govt termed the IRS officers’ tax report ‘irresponsible’; seeks explanation. The concerned officers will have to
explain their misconduct: @FinMinIndia Sources to @29_ruchibhatia pic.twitter.com/cO9kI33Fp0— ET NOW (@ETNOWlive) April 26, 2020
সেই ৫০ জন আইআরএস অফিসারের প্রস্তাবের মধ্যে উল্লেখ্য ছিল- যাদের বাৎসরিক আয় ১ কোটির উপর তাদের কাছ থেকে শতকরা ৪০ শতাংশ আয়কর হিসাব নেয়া হোক। আবার যাদের আয়কর দেওয়ার ইনকাম ১০ লক্ষের বেসি , তাদের শতকরা ৪ শতাংশ ‘কভিড১৯ সেস’ বা ‘করোনাভাইরাস কর’ দেওয়া হোক। এই করে ১৮ হাজার কোটি টাকা পাওয়া যেতে পারে। এছাড়াও সেই প্রস্তাবে বিদেশি কোম্পানি যারা ভারতবর্ষে ব্যবসা করছে বা যাদের ভারতবর্ষে শাখা রয়েছে তাদের কাছেও সারচার্জ নেওয়া হোক।
Inquiry against 50 IRS officers over suggesting tax hike for the rich: Report
The report, titled Fiscal Options and Response to COVID-19 Epidemic' (FORCE), was released on April 25 by the IRS' official Twitter handle. #IRSJokeshttps://t.co/4BLxTarRdr via @moneycontrolcom— Vikrant (@vikrantbanerjee) April 27, 2020
এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে গেছে। কেউ এই প্রস্তাবের স্বপক্ষে তো কেও বিরোধী।
(ছবি: সংগৃহীত ও প্রতীকী)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584