নিজস্ব সংবাদদাতা,বর্ধমানঃ
ঝুলন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার সর্বত্র কচিকাঁচা থেকে শুরু করে বড়রাও মেতে উঠেছে।অনেক কচিকাঁচা যে কোন রাস্তায় অলিতে গলিতে কিংবা মাঠে ঝুলন করছে বলে দেখা গিয়েছে।বহু জায়গায় কচিকাঁচাদের সাজিয়ে দর্শকদের আনন্দ দিতে নতুন আঙ্গিকে বিভিন্ন জায়গায় মেলা বসিয়ে দেওয়া হয়েছে।
কালনা ১ নম্বর ব্লকের নাম দিয়ে মানুষ ঝুলনের প্রথা এখনো বিদ্যমান।নান্দাই গ্রামে বিভিন্ন ধরনের বৈচিত্রময় ঝুলন লক্ষ্যণীয় এছাড়াও চোখ ধাঁধানো মণ্ডপসজ্জা করে তাক লাগিয়ে দিয়েছে এখানকার বিভিন্ন ক্লাব এবং বারোয়ারি কমিটি।
আসান নগর বারোয়ারি কালীতলা বারোয়ারি ভাই ভাই সংঘ তরুণ সংঘ ধোবা স্বাধীন সংঘ প্রভৃতি ক্লাবগুলো বড় বড় মন্ডপ বানিয়ে ঝুলন কে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছেন ক্লাবের কর্মকর্তারা।তবে এই জীবনে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যলীলা কালিয়া দমন নৌকাবিলাস সতীর দেহ দান রাসলীলা প্রভৃতি ফুটিয়ে তোলা হয়েছে এই ঝুলন কে কেন্দ্র করে।স্থানীয় ক্লাবের কর্মকর্তা কিশোর বন্দোপাধ্যায় পিনাকি মজুমদার প্রমুখ জানিয়েছেন যে,আমরা প্রতি বছরের মতো এ বছরও ঝুলন যাত্রা করা হয়েছে।ঝুলন দেখতে নদীয়া প্লাস আমাদের জেলার বিভিন্ন প্রান্থ থেকে অসংখ্য দর্শক আসেন।এক কথায় নবদ্বীপের রাসলীলার মতন নান্দাইল ঝুলন দর্শকদের আনন্দ এনে দেয় বলে দাবি। এই জুলুমকে কেন্দ্র করে বসেছে মেলা বসেছে দোলনা সহ কচিকাঁচাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আইটেম নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা।ঝুলনে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশের তরফ থেকে সমস্ত রকম কড়া ব্যবস্থা নেয়া হয়েছে। রয়েছে সিভিক পুলিশ পাহারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584