সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
করোনা পরিস্থিতিতে মিষ্টির দোকান খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে রাজ্য সরকার। দুপুর ১২টার পরিবর্তে সকাল ৮টায় খোলা হচ্ছে মিষ্টির দোকান। বিকেল ৪টে পর্যন্ত তা খুলে রাখা যাবে। কিন্তু পশ্চিম বর্ধমানের কাঁকসায় মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শিশু সহ পরিবারের সকলেই।
কাঁকসার গাঙ্গুলীপাড়ার বাসিন্দা রঘুনাথ বাদ্যকর স্থানীয় মিষ্টির দোকান থেকে দই কিনে এনেছিলেন। পরিবারের সকলেই সেই দই খান। তারপরেই পরেই বমি শুরু হয় সকলের। অবস্থা খারাপ দেখে প্রতিবেশীরা পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসায় এখন সুস্থ হচ্ছেন সকলেই।
আরও পড়ুনঃ রেশনে বরাদ্দ সামগ্রীতে চলছে না সংসার, পথ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের
রঘুনাথবাবু কাঁকসা বিডিওর কাছে ওই মিষ্টির দোকানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। মিষ্টির দোকানের মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তিনি লিখিত অভিযোগে। তাঁর বক্তব্য, ‘এই দুঃসময়েও বাসি বা খারাপ খাবার বিক্রি করা প্রতারণা ছাড়া কিছুই নয়।’ কাঁকসা ব্লক প্রশাসন সূত্রে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584