পরিবেশ সংক্রান্ত সংবাদ পোর্টালের উদ্বোধন

0
54

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

পরিবেশ গবেষণাকারী সংস্থা ট্রপিক্যাল ইনস্টিটিউট অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (TIEER)-এর উদ্যোগে কেবলমাত্র পরিবেশ‌ সংক্রান্ত তথ্য ও সংবাদ পরিবেশনের লক্ষ্যে একটি নিউজ পোর্টাল এর উদ্বোধন হলো শুক্রবার সন্ধ্যায়। প্রসঙ্গত ২০০৭ সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  তথা মেদিনীপুরের ভুমিপুত্র ড. সুদীপ দে এই সংস্থার প্রতিষ্ঠাতা । প্রথম থেকেই সংস্থার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করে চলেছেন ঝাড়গ্রাম জেলার সেবা ভারতী মহাবিদ্যালয় ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রণব সাহু। মূলত তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও সংস্থার সদস্যগণের সহযোগিতায় এই সংস্থা সমাজের বিভিন্ন স্তরে নানারকম পরিবেশ সংক্রান্ত স্থিতিশীল উন্নয়ন এর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঝাড়গ্রাম জেলার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া পিছিয়ে পড়া জামডহরী গ্রামকে স্বনির্ভরতার লক্ষ্যে দত্তক নিয়েছে এই সংস্থা।

environmrnt news portal jhargram
নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম রাজবাড়ীর প্রাঙ্গনে চা বাগান গড়ে তোলা, বছরের বিভিন্ন সময়ে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে পরিবেশ ব্যবস্হাপনা এবং আঞ্চলিক উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা ও কর্মশালারআয়োজন করে থাকে। মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের পরিবেশ ব্যবস্থা র পরিকল্পনা ও বাস্তবায়নে র পাশাপাশি গ্রীন ও এনভায়রনমেন্টাল অডিট  এই গবেষণা সংস্থার বিশেষ কার্যকলাপ। এছাড়াও ঝাড়গ্রাম জেলাকে পর্যটনে আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে এবং পর্যটন মানচিত্রে তুলে ধরার জন্য ‘পর্যটনে ঝাড়গ্রাম’ নামক একটি থিম সং প্রকাশ করেছে এই সংস্থা। সংস্থার সভাপতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কলেজ পরিদর্শক আধিকারিক (আই.সি.) ড. বিনয় চন্দ মনে করেন, ‘বর্তমান‌ পরিস্থিতিতে পরিবেশকে রক্ষণাবেক্ষণ ও তার কার্যকারিতা সম্পর্কে জনগনকে সচেতন করা ও সবার কাছে পৌঁছে দেওয়া এই পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

 আরও পড়ুনঃ জলঙ্গীতে ধারালো অস্ত্র নিয়ে মোবাইলের দোকানে চড়াও এক যুবক

শুক্রবার সন্ধ্যায় এই সংস্থার একটি কার্যালয়ের  উদ্বোধন হয় ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরাতে। উদ্বোধন করেন সংস্থার পরামর্শ দাতা সদস্যা ও বাঁকুড়া জেলার রামানন্দ কলেজের অধ্যক্ষা ড. স্বপ্না ঘোড়াই। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক ড. প্রণব সাহু, ঝাড়খন্ডে কোলহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. জয়া দে,  বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. মিশা ঘোষ, শিক্ষক ড. শুভেন্দু ঘোষ, শিক্ষিকা কৃষ্ণা পাত্র, শিক্ষক আনন্দ দাস সহ অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ। ঐ দিন‌ই পরিবেশ সংক্রান্ত নিউজ পোর্টাল ‘গ্লোকাল এনভায়রনমেন্টাল নিউজ’ (GEN), এর‌ও উদ্বোধন হয়। এক ক্লিকেই স্থানীয় থেকে রাজ্যস্তর, জাতীয় স্তর ও আন্তর্জাতিক স্তরের নানান পরিবেশ সংক্রান্ত তথ্য ও সংবাদ পাওয়া যাবে এই পোর্টাল থেকে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার পরিবেশ সংক্রান্ত সংবাদ ও তথ্য বিশেষ ভাবে প্রকাশিত করা হবে। তথ্য ও সংবাদ সংগ্রহের জন্য পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বে রয়েছেন সংস্থার সদস্য শিক্ষক ড. মৌসম মজুমদার, পশ্চিম মেদিনীপুর জেলার দায়িত্বে রয়েছেন সদস্য শিক্ষক নরসিংহ দাস ও শিক্ষক মনিকাঞ্চন রায়, ঝাড়গ্রাম জেলার দায়িত্বে রয়েছেন সদস্য সঞ্জীব মাহাতো, শর‌‌ৎ চ্যাটার্জী ও স্নেহাশীষ দে। রাজ্যের খবর সংগ্রহ করবেন ড. শুভেন্দু ঘোষ এবং বিশ্বের দায়িত্বে থাকছেন বৃষ্টিধারা দে। শুধুমাত্র ভূগোল ও পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের ছাত্রছাত্রী নয়, সকল বিষয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক, অধ্যাপক গবেষকসহ সমাজের নানান স্তরের মানুষের কাছে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা মূলক বার্তা, তথ্য ও সংবাদ পৌঁছে দেওয়ার পাশাপাশি বায়ুর গুণগতমান, দূষণের মাণ ও পরিমাপ, আবহাওয়ার উপাদানগুলির দৈনিক অবস্থা ও পূর্বাভাস এবং পরিবেশ সংরক্ষণের ব্যবস্থাপনার  নানাবিধ উপায় ও পদ্ধতিগুলি তুলে ধরার লক্ষ্যে এই পোর্টাল এর আত্মপ্রকাশ বলে জানান অধ্যাপক প্রণব সাহু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here