নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর কলেজ ও কলিজিয়েট স্কুল ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় আজ থেকে শুরু হল দুদিন ব্যাপী পশ্চিম মেদিনীপুর জেলা পরিবেশ মেলা।
পরিবেশ মেলার উদ্বোধন করেন পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা ,উপস্থিত ছিলেন বিধায়ক আশীষ চক্রবর্তী, দীনেন রায়, প্রদ্যুৎ ঘোষ, পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র, শৈবাল গিরি ও বিশিষ্টজনেরা।
আরও পড়ুনঃ পরিবেশ মেলার উদ্বোধনে শুভেন্দু
এই মেলা উপলক্ষে একটি শোভাযাত্রাও বের হয়।এই শোভাযাত্রায় স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগ দেয়। আজকের অনুষ্ঠানে মন্ত্রী জানান যে পরিবেশ কে রক্ষা করতে হলে শুধু মাত্র আইনের শাসন করলে হবেনা, মানুষের মনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মেদিনীপুর কালেক্টরেট অফিসে পরিবেশ দূষণ দপ্তরের একটি অফিস চালু করা হবে। ওখানে এখন থেকে সপ্তাহে তিনদিন করে অফিসারেরা বসবেন, সাধারণ মানুষ ওই অফিসে গিয়ে পরিবেশ সংক্রান্ত অভাব অভিযোগ জানাতে পারবেন। আগামী দিনে প্রতিদিন অফিসটি চালু রাখা হবে ও পরিবেশ দূষণ রুখতে সাধারণ মানুষকে নিয়ে প্রচার করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584