গ্রামবাসীদের স্বনির্ভর করার লক্ষ্যে বীজ, চারামাছ বিতরণ

0
55

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ও গ্রামের মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন ধরনের বীজ, চারামাছ ও চারাগাছ দিল একটি পরিবেশ গবেষণা সংস্থা।

‌বৃহস্পতিবার দুপুরে পরিবেশ গবেষণা সংস্থা ট্রপিক্যাল ইন্সটিটিউট অব্ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্চ (টিয়ার) সংস্থার উদ্যোগে ঝাড়গ্রাম জেলার জাম্বনী থানার ঝাড়খন্ড লাগোয় গ্রাম জামডহরীতে এই সব সামগ্রী গ্রামবাসীদের বিলি করা হয়। এলাকার মানুষকে অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর করার লক্ষ্যে কলা, লেবু, তেজপাতা, পেঁপে চারাগাছ, ওল ও আদার কন্দ, শশা, ঝিঙে, পেঁপে, ভূট্টা, করলা, কলমী,পুঁই ও নটেশাকের বীজ বিলি করা হয়। পাশাপাশি পশুখাদ্য বীজও প্রদান করা হয়।

organization members | newsfront.co
নিজস্ব চিত্র

সংস্থার সম্পাদক তথা কাপগাড়ির সেবা ভারতী মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ড.প্রণব সাহু জানান, ‘বর্তমানে করোনা আবহে ও লকডাউনের সময় সাধারণ মানুষ অর্থনৈতিক দিক থেকে সঙ্কটের মুখে। তাই তাঁদেরকে কিছুটা হলেও স্বনির্ভর করার লক্ষ্য তাঁদের সংস্থা এই উদ্যোগ নিয়েছে। পাশাপাশি জামডহরী গ্রামকে দত্তক গ্রাম হিসেবে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সাংবাদিকদের সংবর্ধনা দিল ডিওয়াইএফআই

এখানের মাটি ও পুকুরের জল পরীক্ষা করে ইতিমধ্যেই মিশ্রকৃষির কিছু ফসল চাষের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। পুকুরের জলের গুণমান বিচার করে এদিন এলাকার তিনটি পুকুর ও কয়েকটি ডোবায় প্রায় এক কুইন্টাল ওজন পরিমাণ রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প,বাটা, মাছের চারাপোনা ছাড়া হয়। মাছ চাষ ও ফসল চাষের প্রাথমিক খরচ সংস্থা বহন করবে।

villagers | newsfront.co
নিজস্ব চিত্র

মাছচাষ ও ফসল চাষ থেকে পাওয়া উদ্বৃত্ত অর্থ জনসাধারণ গ্রহণ করবেন। এলাকার মানুষদের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যবহার করা হবে। স্থানীয় বাজার গিধনী, চাকুলিয়া, পড়িহাটি এলাকায় গিয়ে ফসল ও সব্জি বিক্রি করে অর্থনৈতিক দিক থেকেও স্বনির্ভর হতে পারবেন গ্রামবাসীরা। তাঁদের সংস্থার লক্ষ্য হল সরাসরি অর্থ সাহায্য না করে তাদের স্বনির্ভর করে তোলা। সেই লক্ষ্যকে সামনে রেখে কর্মসূচির নামকরন করা হয়েছে ‘কৃষিভিত্তিক স্থায়ী অর্থনৈতিক উন্নয়ন’।’

আরও পড়ুনঃ যুব তৃণমূলের রক্তদান কর্মসূচি

বৃহস্পতিবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সদস্যা বিষ্ণুপুর রামানন্দ কলেজের অধ্যক্ষা ড.স্বপ্না ঘোড়ুই, কাপগাড়ী কলেজের অধ্যাপক সুপ্রকাশ দাস, সংস্থার কোষাধ্যক্ষ শিক্ষক নরসিংহ দাস,শিক্ষক ড.শুভেন্দু ঘোষ, শিক্ষক মণিকাঞ্চন রায়, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,শরৎ চ্যাটার্জী, বিদ্যুৎ দফতরের কর্মী সমীর মাহাত প্রমুখ।

এলাকাবাসীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দিলীপ মান্ডি। দিলীপ বাবু জানান,’ এই ধরনের কর্মসূচি তাঁদের ধীরে ধীরে আর্থিক দিক থেকে স্বনির্ভর করতে সাহায্য করবে।তাঁরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। আগামী দিনে এই সংস্থার পাশে থেকে বিজ্ঞান ভাবনা প্রসূত এই প্রকল্পকে তাঁরা সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।’ এদিন সংস্থার তরফ থেকে গ্রামবাসীদের হাতে মাস্ক তুলে দেওয়া হয় এবং করোনা আবহে স্বাস্থ্য সচেতনতার বার্তাও দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here