নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
জি বাংলা ‘সারেগামাপা ২০১৯’-এর প্রতিযোগীরা মিলে গড়ে তুলেছে ‘এসো বন্ধু’ নামের একটি গানের দল। এবার পুজোয় তাদের নতুন মিউজিক অ্যালবাম ‘বন্ধু হতে চাই’।
গান লিখেছেন ও সুর বেঁধেছেন প্রীতম রায়। সাউন্ড ডিজাইন করেছেন অভ্রতনু ঘোষ। ভিডিও পরিচালনায়, ভিডিও সম্পাদনায় ও ক্যামেরায় প্রশান্ত কুমার সুর। সহ পরিচালনায় স্বরূপ দাস। সিনেমাটোগ্রাফিতে প্রশান্ত কুমার সুর এবং সৌরভ বৈরাগী।
দল সদস্য গৌরব, গুরুজিত, অনন্যা, রাহুল, লামা,সুমন, প্রীতম, তন্ময়, স্নেহা, শম্পা, অভ্রতনু, ঋষিতা, প্রতিভা, সোমদত্তা, অবন্তী সিথি-রা ঠিক করে নিজেদের জামা হোক না হোক, নিজেরা ভাল মন্দ খাক বা না খাক সুন্দরবনের বন্যাদুর্গতদের পাশে তারা দাঁড়াবে। তাদের নতুন জামা দেবে, তাদের খাওয়াবে, মেডিকেল ক্যাম্প করবে।
কিন্তু এতকিছু সম্ভব হবে কী করে? পকেট তো শূন্য সকলের। কুছ পরোয়া নেহি। শুরু হয় অনলাইন ফান্ডিংয়ের কাজ। ভারত এবং বাংলাদেশ তথা অন্যান্য দেশ থেকে সাহায্য পাঠায় অনেকেই। পাশাপাশি ‘এসো বন্ধু’ দল নিজেরাও দিল নিজেদের সাধ্যমতো।
আরও পড়ুনঃ আসছে ‘কন্যাদান’, পিতার ভূমিকায় অরিন্দম গাঙ্গুলি
সেইসব সম্বল করেই সুন্দরবনের বন্যা কবলিতদের কাছে পৌঁছে ৫০০ জনের মুখে অন্ন তুলে দেওয়া থেকে শুরু করে তাদের নতুন বস্ত্র, মাস্ক, স্যানিটাইজার দান এবং মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করে ‘এসো বন্ধু’। তাদের সঙ্গে এই কর্মযজ্ঞে শামিল হয় স্বেচ্ছাসেবী সংস্থা ‘হাত বাড়ালেই বন্ধু’।
‘বন্ধু হতে চাই’ গানটির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। ‘এসো বন্ধু ক্রিয়েশন’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘বন্ধু হতে চাই’ গানটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584