প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছে কুরিয়ার পরিষেবা। তাই ভিন রাজ্য থেকে ওষুধ আনাতে না পেরে সমস্যায় পড়েছেন রায়গঞ্জের বাসিন্দা অমিত কুমার রায়। সদ্য তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। তাঁর ওষুধ কোয়েম্বাটুর থেকে মালদহ পর্যন্ত এসে আটকে পড়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়গঞ্জ নেতাজি পাড়ার বাসিন্দা অমিতবাবু দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় জর্জরিত। দু’বছর আগে তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে যায়।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে বাজারের একাংশ সরালো প্রশাসন
এরপর অমিতবাবুর মা স্বপ্নাদেবীর একটি কিডনি প্রতিস্থাপন করা হয় ছেলের শরীরে। এর পাশাপাশি ওষুধ খাওয়ার পরামর্শও দেন চিকিৎসকরা। কোয়েম্বাটুর থেকে তাঁর সেই ওষুধগুলো আসে। ওষুধগুলি রায়গঞ্জে পৌঁছায় একমাত্র কুরিয়ারের মাধ্যমে।
বর্তমানে দেশ জুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর, সমস্ত কুরিয়ার কোম্পানিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আর সে জন্যই সমস্যায় পড়েছেন অমিত বাবু।
যদিও স্বপ্না দেবীর আশঙ্কা, নিজের কিডনি দিয়ে ছেলেকে বাঁচানোর প্রচেষ্টা বোধ হয় বিফল হয়ে যাবে। প্রশাসনের কাছে এই বিষয়ে সাহায্য চেয়েছেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584