কাটোয়া মহকুমা পরিবহন কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

0
55

শ্যামল রায়,কাটোয়াঃ

শুক্রবার কাটোয়া মহকুমা পরিবহন কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পরিবহণ দফতরের মন্ত্রী শুভেন্দু অধিকারি। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা করেন তিনি।এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী স্বপন দেবনাথ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু ও পরিবহণ দফতরের প্রধান সচিব বি সি গোপালিকা।

নিজস্ব চিত্র

পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারি জানিয়েছেন যে কথা দিয়ে কথা রাখলাম।এর ফলে পরিবহন সংক্রান্ত সমস্ত কাজ খুব সহজেই প্রাপকরা সুবিধা পাবেন।সময় বাঁচবে অনেকটাই।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় নির্দেশে তিনি এই দায়িত্বটা পালনের মধ্যে দিয়ে বাস্তবায়িত করতে পেরেছেন বলে দাবি করেছেন।এছাড়াও এদিন তিনি এই অনুষ্ঠান থেকে গতিধারা ও জলধারা প্রকল্পের উপভোক্তা এর মধ্যে অনুমোদন পত্র প্রদান করেন।মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে উন্নয়নের গতি বজায় রাখার জন্য এই ধরনের উদ্যোগকে প্রশংসা করতেই হয় বলে দাবি করেছেন তিনি।ভিত্তি প্রস্তর করেই আমাদের কাজ শেষ হবে না আগামী দিন দ্রুত পরিবহন কার্যালয় গড়ে উঠবে।

আরও পড়ুনঃ বল ভেবে বোমা,আহত মা ছেলে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here