তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
রাজ্য পরিবহন দপ্তরের আর্থিক সহায়তায় রবিবার কালিয়াগঞ্জে ট্রাক টার্মিনাসের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য্য।কালিয়াগঞ্জের ইউনাইটেড ট্রান্সপোর্ট অপারেটরস সার্ভিস এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-এর দানকৃত ২ বিঘা জমিতে তৈরী হতে চলেছে কালিয়াগঞ্জ ট্রাক টার্মিনাস।
কালিয়াগঞ্জ পৌর এলাকার ১৭,নম্বর ওয়ার্ডের রায়পাড়ায় রায়গঞ্জ-বালুরঘাট সড়কের পার্শ্ববর্তী প্র্নবানন্দ বিদ্যালয়ের পাশে এই ট্রাক টার্মিনাস নির্মাণ হতে চলেছে।পৌরেলাকার শহর থেকে দুই কিলোমিটার দুরু কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে এই ট্রাক টার্মিনাস নির্মান করা হবে।
আরও পড়ুনঃ ট্রাকের রেষারেষিতে প্রাণ গেল সাইকেল আরোহী বৃদ্ধের
এদিনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল,কালিয়াগঞ্জের ইউনাইটেড ট্রান্সপোর্ট অপারেটরস সার্ভিস এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি সুনিল সরকার , জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবসর্মা, কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সুনিল সাহা, উপ-পৌরপিতা বসন্ত রায় ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিদ্যুৎ মাঝি,কালিয়াগঞ্জ পঞ্চয়েত সমিতির সহ সভাপতি তপন দেব সিংহ,কিষান লাল জৈন,জগন্নাথ সান্যাল ও পৌর সভার নির্বাহী আধিকারিক জনার্দন বর্মন সহ আরো বিশিষ্ট জনেরা।স্থায়ী ভাবে কোন ট্রাক টার্মিনাস না থাকার কারনে সমস্যায় পড়তে হত ব্যবসায়ীদের।
কালিয়াগঞ্জ পৌরসভা মা মাটি মাটি মানুষের পৌরসভা হবার পড় কালিয়াগঞ্জের পৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল উদ্যোগ গ্রহন করে ট্রাক টার্মিনাসের তৈরীর জন্য।তার এই উদ্যোগের পাশে এসে দারায় কালিয়াগঞ্জের ইউনাইটেড ট্রান্সপোর্ট অপারেটরস সার্ভিস এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট।
তাদের দান দেওয়া ২ বিঘা জমিতে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাথমিক ভাবে পরিবহন দপ্তর থেকে ২ কোটি টাকার আর্থিক সহায়তা দেবার ফলে তৈরী হতে চলেছে ট্রাক টার্মিনাস।আগামী এক বছরের মধ্যে ট্রাক টার্মিনাসের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে জানানপৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল।
ইটাহারের বিধায়ক অমল আচার্য্য বলেন উন্নয়নের কাজ করবার ইচ্ছাশক্তি থাকতে হবে।তার সাথে থাকতে হবে কি ভাবে কোথা থেকে অর্থ পাওয়া যেতে পারে তার প্রচেষ্টা।কালিয়াগঞ্জের পৌর পিতা কার্তিক পাল সে ব্যাপারে দারুন দক্ষতা অর্জন করতে সিদ্ধহস্ত।অল্প সময়ের মধ্যে উন্নয়নের অর্থ,কাগজপত্র যোগাড় করবার ক্ষেত্রে কার্তিক পাল জেলার অনেক নেতার থেকে বর্তমানে এগিয়ে।
তাই কালিয়াগঞ্জের উন্নয়ন দ্রুত হচ্ছে।বর্তমানে রায়গঞ্জের পৌর প্রধান সন্দীপ বিশ্বাস ও কালিয়াগঞ্জের পৌর প্রধান কার্তিক পাল শহরের উন্নয়ন কিভাবে করতে হয় সে ব্যাপারে যথেষ্টই মানুষের মনে বিশ্বাস ও আস্থা জোগাতে পেরেছে।তাই উন্নয়ন বিরোধী কথাবার্তা যারা বলে উন্নয়নের শ্বার্থে সাধারণ মানুষ সেইসব মানুষের কথার কোন গুরুত্ব দেয়না।অমল বাবু বলেন আমি ব্যক্তিগতভাবে কার্তিক পালের কাজকে অভিনন্দন জানাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584