মুক্তি পেল সাবর্ণ রায়ের ষষ্ঠ বই ‘এচিংস অফ দ্য ফার্স্ট কোয়ার্টার অফ ২০২০’

0
162

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘লিডস্টার্ট পাবলিশিং’ থেকে প্রকাশিত হল লেখক সাবর্ণ রায়ের লেখা বই ‘এচিংস অফ দ্য ফার্স্ট কোয়ার্টার অফ ২০২০’। এটি লেখকের লেখা ষষ্ঠ বই৷

Etchings of the first quarter of2020 | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

এদিন বই প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং লেখক সাবর্ণ রায় এবং প্রখ্যাত সরোদ শিল্পী তেজেন্দ্র নারায়ণ মজুমদার। বইটি প্রকাশ করেন স্বস্তিকা মুখার্জি। বইটির নির্বাচিত কিছু অংশ এদিন পাঠ করেন স্বস্তিকা মুখার্জি।

বইটি প্রথম পাঠকের দরবারে আসে চলতি বছরের ২৬ জুন। তখন কিন্ডল ফরম্যাটে পাওয়া যেত। এবার বইটি হাজির নর্মাল পেপার ব্যাক এডিশন এবং হার্ডবাউন্ড এডিশনে। বইটির দুটি ভাগ।

Swastika Mukherjee | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

প্রথম পঞ্চাশ পাতায় রয়েছে একটি ছোট নভেলা। ডুয়ালিজম অফ লাইফ সেই নভেলার রসদ। আইডিয়া ক্যারেক্টার্স সম্বল করে লেখক লিখেছেন নিজের ভাবনা৷  শেষ পঞ্চাশ পাতায় আছে ২০ টি কবিতা। সেখানেও ডুয়ালিজম প্রাধান্য পেয়েছে।

আরও পড়ুনঃ প্রেক্ষাগৃহে আসছে মানস বসুর ‘ছবিয়াল’

Swastika Mukherjee | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

লেখক জানান- “প্রথমে ভাবা হয়েছিল বর্ষীয়ানরা বেশি পড়বে এই বই। এখন দেখা যাচ্ছে ইয়ং জেনারেশনও বইটি পড়ছে খুব। তাদের কাছেই বরং চাহিদা বেশি এই বইয়ের। কিন্ডল ফরম্যাটে আসার পরই বইটি আট দিনের মধ্যে বেস্ট সেলার হয়৷” বই প্রকাশ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রেডিও জকি রয়৷

আরও পড়ুনঃ আই লাভ ইউ বলতে শিখিয়েছো শোক গাথায় লিখলেন পেলে

প্রসঙ্গত, লেখক সাবর্ণ রায়ের লেখনী তাঁকে নানা সময়ে নানা পুরস্কারে ভূষিত করে৷ ‘লিটেরোমা লরেট অ্যাওয়ার্ড, ২০১৯’, ‘লিটেরোমা স্টার অ্যাচিভার অ্যাওয়ার্ড, ২০২০’ সহ একাধিক সম্মানে ভূষিত হন তিনি।
লেখকের এই বইটি পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের বুক স্টোরে এবং প্রত্যেকটি ই-বে (eBay) সাইটে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here