মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
পুজোর আগেই খুলেছে সিনেমা হলের দরজা। এরপরই একের পর এক ছবি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এতে খুশি সিনেমাপ্রেমী দর্শক থেকে ফিল্ম নির্মাতারা। ছবি মুক্তির সেই তালিকায় ছিল ‘এভাবেই গল্প হোক’ ছবিটিও।
১৫ অক্টোবর গোটা দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। এই ছবির হাত ধরেই কেএফটিআই-এর ছাত্র রোহন সেন পরিচালক হিসাবে প্রথম ডেভিউ করেছেন। মাত্র ১৯ বছর বয়সেই সিনেমা তৈরি করে ফেলেছেন তিনি।
এই ছবি আসলে ছবিরই কথা বলেছে। অর্থাৎ, সিনেমার মধ্যে রয়েছে আরও এক সিনেমার গল্প। অসম্পূর্ণতার মধ্যেও থাকে সম্পূর্ণতা। ‘শেষের কবিতা’তেও থাকে পূর্ণতা। জীবন কখনও থেমে থাকে না। তার গল্প চলমান। এই ছবিতে একজন পরিচালকের জীবন-জীবিকা নিয়েই গল্প বুনেছেন পরিচালক।
অভিজিৎ মুখোপাধ্যায় নামের এক পরিচালকের জীবনকেই তুলে ধরেছে ‘এভাবেই গল্প হোক’ ছবিটি। পরিচালকের শেষ তিনটি ছবি পর পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এত সহজে হার মানার পাত্র নন অভিজিৎ। তাই তিনি উঠে দাঁড়াতে চান, আবারও এক মজবুত গল্পে সিনেমা বাঁধতে চান তিনি। সেই কারণে এবার কোমর বেঁধে নেমেছেন এই পরিচালক।
সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক উপন্যাসকে অবলম্বন করেই নতুন ছবি তৈরি করবেন বলে ভেবেছেন অভিজিৎ। সঙ্গে পেয়েছেন প্রযোজক অঞ্জনকেও। তাই এই সুযোগ আর হাতছাড়া করতে চাননি তিনি। গল্পটা পাওয়া মাত্রই প্রযোজককে ওই নতুন সিনেমার গল্প বলে শোনান অভিজিৎ।
আরও পড়ুনঃ মা হতে চলেছেন স্নেহা
প্রযোজককে ছবির গল্প বলার সময়ই রয়েছে ছবির ট্যুইস্ট। কিন্তু অসমাপ্ত গল্পটাকে শেষ না করলে সিনেমাটা দাঁড়াবে না। তাই গল্পটা শেষ করার জন্য লেখকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন পরিচালক। ছবিতে অনেক চরিত্রের আনাগোনা থাকলেও প্রত্যেকটি চরিত্রই সাবলীল।
আরও পড়ুনঃ যীশুর হাত ধরেই প্রকাশ্যে এল মিকি মেটালসের নতুন লোগো
ছবির গল্পের মধ্যে জটিলতা রয়েছে, আবার সেগুলো সুন্দরভাবে কাটিয়ে উঠেছেন তরুণ পরিচালক রোহন সেন। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকের মনযোগ ধরে রাখার ক্ষমতা রয়েছে ছবিটির। সবমিলিয়ে দর্শকের মন জয় করতে প্রস্তুত ‘এভাবেই গল্প হোক’।
এই ছবিতে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র বিবৃতি চট্টোপাধ্যায়, আনন্দ এস চৌধুরী, শাশ্বতী গুহ ঠাকুরতা, মৃণাল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584