শ্যামল রায়,পূর্বস্থলীঃ
লোহার শিকল পরিয়ে রাখা হয় পূর্বস্থলী ২ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সাহেবকে।
সোমবার লোহার শিকলের বেড়ি পরানো অবস্থায় সাহেব শেখকে দেখা গেল ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় ট্রেনের কামরায়।
২৮ বছর বয়সী সাহেব শেখকে দীর্ঘ দশ বছর ধরে এই ভাবে শিকল পরিয়ে রাখা।সাহেব শেখের একটি মেয়ে একটি ছেলে ছাড়াও রয়েছেন বৃদ্ধ বাবা ও মা।এদিন সাহেব শেখ চোখের জল ফেলে জানালেন যে বেশ কয়েক বছর আগে তার মাথা খারাপ হয়েছিল। তারপর থেকে এখন অনেকটা সুস্থ হয়ে গেলেও পা থেকে লোহার বেড়ি খুলে দেয় নি তার পরিবারের লোকজনরা।
তার আক্ষেপ এখন অনেকটা সুস্থ হয়ে গেলেও তারার পায়ে লোহার শিকল মোটেই ভালো লাগে না তবুও বাড়ির লোকেরা তার কথায় কর্ণপাত করেন না বলে অভিযোগ। সে এখন তরতাজা যুবক তবুও লোহার শিকল পরানো অবস্থায় সব জায়গায় ঘুরে বেড়াতে হয় তাকে। কোনোভাবেই পা থেকে শিকল খুলতে পারেনা সে।রাস্তাঘাটে চলতে ভীষণ সমস্যা হয় এমনকি এদিন ট্রেন পথেই শিকল পরানো অবস্থায় তাকে বাড়ি ফিরতে হয়েছে।
তবে সে জানালো সে একাই এখানে ওখানে ঘুরে বেড়ায় শুধুমাত্র মনের মানসিকতার জন্য। কথা বলে এই প্রতিবেদকের একটিবারের জন্যও মনে হয়নি সে একজন মানসিক ভারসাম্যহীন অসুস্থ ব্যক্তি । তার সাথে ছিলেন না কোন পরিবারের লোকজন। লোহার শিকল পরানো অবস্থায় ট্রেনের কামরায় বসে ছিল সে। সে জানালো আগে মাঠে ঘাটে কাজ করতো সে। অসুস্থ হয়ে পড়ার পর সে কাজকর্ম করতে পারেনি বর্তমান সুস্থ হয়ে উঠলেও বাড়ির লোকেরা পা থেকে শিকল এখনো খুঁজে দেয় নি।
তার মেয়ের বয়স ১৭ বছর। ছেলেও অনেক বড় হয়ে গেছে তবুও তার পা থেকে খোলা হয়নি লোহার শিকল বা বেড়িটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584