সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
দুর্গাপুর মহকুমায় প্রায় ২৭০টি মিনিবাস চলে প্রতিদিন। কিন্তু সারাদিন মিনিবাস চললেও সন্ধ্যে নামলে তা উধাও হয়ে যায়। বাধ্য হয়ে অনেক বেশি টাকা দিয়ে অটো বা টোটো রিজার্ভ করে বাড়ি ফিরতে হয় যাত্রীদের।
মিনিবাস মালিক সংগঠনকে যাত্রীদের পক্ষ থেকে একাধিকবার দাবি জানানো হয়েছিল রাতে দুর্গাপুর স্টেশন থেকে মিনি বাস চালানোর। কিন্তু যাত্রী পাওয়া যায়না এই কারণ দেখিয়ে সংগঠন বাস চালাতে রাজি হয়নি।
আরও পড়ুনঃ কৃষক বন্ধু প্রকল্পের চেক বিলি
অবশেষে প্রশাসনের উদ্যোগে চালু হলো রাতের বাস পরিষেবা। প্রশাসন সূত্রে জানা যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি) রাত সাড়ে দশটা নাগাদ স্টেশন থেকে ছেড়ে সারা শহর ঘুরে বেনাচিতি প্রান্তিকা বাসস্ট্যান্ডে যাবে।
জানা যাচ্ছে দুর্গাপুর স্টেশন থেকে ছেড়ে বাসটি সাগরভাঙা, ব্যাংক কলোনী হয়ে বিধাননগর পৌঁছাবে। সেখান থেকে ডিভিসি মোড় হয়ে সিটি সেন্টারের যাবে। তারপর নন কম্পানি, ভগৎ সিং মোড় হয়ে ডিএসপি টাউনশিপ ঢুকবে। শেষে চন্ডীদাস বাজার, নিউটন রোড হয়ে প্রান্তিকা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ করবে যাত্রা।
দুর্গাপুর প্রশাসনের এই উদ্যোগে খুশি শিল্পাঞ্চলের বাসিন্দারা। প্রশাসনের তরফ থেকে এই বাস দেওয়ার ফলে যাত্রীদের হয়রানি অনেকটা কমবে বলেই বাসিন্দাদের আশা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584