সৌমেন মিশ্র
জনপ্রিয় প্রেমের গল্পে মিলন না থাকলেও দীর্ঘ দশ বছর পর প্রেমিক খুঁজে পেল তার প্রেমিকাকে।আর এতেই সব রেকর্ড ভেঙে প্রেমিক রোমিও এখন চুটিয়ে প্রেম করছে। একেবারেই ভুল মানুষের কথা একেবারেই নয়। এ কাহিনী এক বিরল প্রজাতির ব্যাঙয়ের।
বছর দশেক আগে বিজ্ঞানীরা এক বিরল প্রজাতির ব্যাঙ খুঁজে পান।ব্যাঙটি সেহুয়েনকাস প্রজাতির ছিল।এই প্রজাতির ব্যাং বিলুপ্ত হয়েছে বলেই ধারনা ছিল।বলিভিয়ার এক দিঘিতে এই ব্যাঙকে সংরক্ষিত রেখে খোঁজ চলছিল তার সঙ্গীনির।আসলে এই ব্যাঙটি ছিল পুরুষ। বিজ্ঞানীরা নাম দেন রোমিও যদিও এর বিজ্ঞানসম্মত নাম টেলমাটোরিয়াস উরাকেয়ার।
আরও পড়ুনঃ এক সাথে পাঁচ সন্তানের জন্ম দিলেন মেখলিগঞ্জের গৃহবধূ
রোমিওর জন্য জুলিয়েট খুঁজতে কম ঝক্কি পোহায়নি বিজ্ঞানীরা।
প্রায় এক দশক আগে রোমিওকে পাওয়া যায় বলিভিয়ার এক ক্লাউড ফরেস্ট থেকে।ওই জাতির ব্যাঙ বিলুপ্তির দিকে যাওয়ার মূল কারণ ছত্রাক জনিত এক মারণ রোগ। রোমিও ও আক্রান্ত ছিল ওই রোগে।অনেক কাঠখড় পুড়িয়ে তাকে বাঁচিয়ে তুলে খোঁজ চলে সম প্রজাতির স্ত্রী ব্যাং জুলিয়েটের,কিন্তু বছরের পর বছর গেলেও খালি হাতে ফিরতে হয়।
রোমিওর তখন খোলা হয় এক টুইটার একাউন্ট, নাম দেওয়া হয় ‘রোমিও দ্য ওয়ার্ল্ডস লোনলিয়েস্ট ফ্রগ’। ম্যাচ ডট কম নামে এক প্রোফাইল খোলা হয়। রোমিওর অসহায়তা দেখে অনেকেই আর্থিক সাহায্য করেন,প্রায় ২৫ ডলার ওঠে।সেই টাকায় গোটা ক্লাউড ফরেস্টে খোঁজ চলে জুলিয়েটের।জুলিয়েট এনে দিতে পারলে মোটা অঙ্কের টাকাও পুরস্কার ঘোষিত হয়।
শেষমেশ খোঁজ মেলে জুলিয়েটের,তবে সেও এক কাহিনী।জীব বিজ্ঞানীরা জানান,এই প্রজাতির ব্যাঙয়েরা জলের নিচে থাকতেই বেশি ভালবাসে।তাই গভীর সমুদ্রেও পাড়ি দেন গবেষকরা। গবেষক দলের এক সদস্য বলেন,আমরা জুলিয়েটের খোঁজ করে খুব ক্লান্ত হয়ে পড়ি,ভাবছির আজ আর নয়,সেই সময়ই মেলে একটি ব্যাঙ কিন্তু সেটা ওই প্রজাতির ছিল না।
সেই পথেই অনুসরন করে মেলে সম প্রজাতির ব্যাঙ,কিন্তু দেখা যায় সেটিও পুরুষ।টেরেসা কামোচা বাদানি বলেন,পরের দিন আমরা আবার সেখানে গেলে মেলে বহু প্রতিক্ষীত জুলিয়েট। অনেকগুলি মেলে ওই প্রজাতির স্ত্রী ব্যাঙ। কিন্তু তাদের মধ্যে একটি বয়স ঠিক ছিল সেটির নাম দেওয়া হয় জুলিয়েট।
বিজ্ঞানীরা অবশ্য সবকটি ব্যাঙ এনেছেন। এখন সবার প্রতীক্ষা রোমিও জুলিয়েটের সন্তানের দিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584