প্রতিটি পঞ্চায়েতে বন সৃজন,খেলার মাঠে তৈরির উদ্যোগ ‘একশো দিনের কাজ’ প্রকল্পে

0
227

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

Every panchayat produce forest
প্রকল্পের উদ্বোধন।নিজস্ব চিত্র
Every panchayat produce forest
নিজস্ব চিত্র
Every panchayat produce forest
নিজস্ব চিত্র

সারা রাজ্য জুড়ে মুর্শিদাবাদ জেলা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। তার মধ্যে একশোদিনের কাজে অগ্রণী ভূমিকা রয়েছে। জেলায় ১৫৩ লক্ষ কার্যদিবস তৈরি করা হয়েছে।প্রায় আশি হাজার পরিবারকে এই একশো দিনের কাজের সঙ্গে যুক্ত করতে পেরেছে জেলা প্রশাসন।এই অর্থবর্ষ এক লক্ষ অতিক্রম করার রেকর্ড হতে পারে।জীবিকা উন্নয়নে একশো দিনের কাজের সফলতা পেলেও, সম্পদ তৈরি করে এই সমস্ত দরিদ্র পরিবারের হাতে তুলে দেওয়ার একটা চেষ্টা রয়েছে জেলা প্রশাসনের।
এই একশো দিনের কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আড়াইশোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে একটি ক্রীড়াঙ্গন তৈরির কাজ শুরু হবে যাতে আগামী দিনে সমস্ত ক্রীড়াবিষয়ক কার্যক্রম গুলি নিজ নিজ এলাকায় সঠিকভাবে হতে পারে।এছাড়াও অপর একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সামগ্রিক উন্নয়নের স্বার্থে বনসৃজন করা হবে। যেখানে থাকবে মাছ চাষের প্রকরন, দৃষ্টিনান্দনিক গাছগাছালি-যার মধ্যে থাকবে ঔষধির গাছ, ফুলের গাছ এবং বিভিন্ন ধরনের ফুল ও মশলার গাছ। সেগুলোর ক্ষেত্রে এবং উন্নয়নের ক্ষেত্রে একশো দিনের প্রকল্পের আওতায় যুক্ত ব্যক্তিদের কাজে লাগানো হবে।এছাড়াও জেলায় ছাব্বিশটি ব্লকে চারা ঘর করতে হবে। যে সমস্ত পিছিয়ে পড়া গ্রাম রয়েছে সেখানে সঠিক মানের রাস্তা তৈরির একটা উদ্যোগ রয়েছে।১৪৭ কিলোমিটার রাস্তা ইতিমধ্যে তৈরি শুরু হয়ে গেছে।প্রাণী সম্পদ বিকাশে মেলবন্ধন করার স্বার্থে এই একশো দিনের প্রকল্পের মধ্যে যে সমস্ত সমবায় গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে পোল্ট্রি ফার্ম তৈরি হয়েছে এবং আগামী দিনে কিছু তৈরি হবে। যার মধ্যে রয়েছে ছিয়াশি ছাগলের ফার্ম, আটত্রিশটি গরু পালনের ফার্মের কাঠামো,যেখানে রাত্রিকালীন আবাসেরও একটি সুযোগ থাকবে।
এই অর্থবর্ষে এখনো পর্যন্ত পাঁচটি মহকুমায় পাঁচটি জৈব গ্রামের কাঠামো তৈরি করা হয়েছে।যেখানে মুরগি, গরু,ছাগলের চারা ঘর তৈরি হয়েছে।
এছাড়াও ৪৯১২টি নলকূপ চিহ্নিত করা হয়েছিল সারা জেলা জুড়ে যেখানে সঠিক মানের চাতাল ছিল না। ইতিমধ্যেই এই গত এক মাসে এই সব ক’টি নলকূপের বাঁধানোর কাজ সম্পূর্ণ করা হয়েছে।বিষয় ভিত্তিক কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে উন্নয়নের চেষ্টায় তৎপর জেলা প্রশাসন জেলাজুড়ে দারিদ্র্য দূরীকরণের কর্মসূচি গ্রহণ ও রূপায়ণের চেষ্টায় আশি কোটি প্রকল্পের সূচনা হলো আজ,যেগুলির রূপায়নের কর্মসূচী আগামী দিনে এগিয়ে চলবে।

Every panchayat produce forest
নিজস্ব চিত্র
Every panchayat produce forest
নিজস্ব চিত্র
Every panchayat produce forest
নিজস্ব চিত্র

আরও পড়ুন: বহরমপুরে সচলতায় অতিবাহিত দ্বিতীয় দিনের ধর্মঘট

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here