নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
যদি সময় থাকতে এভাবে সবাই এগিয়ে এসে সাহায্যের হাত বারিয়ে দিতেন, তবে হয়তো পড়াশোনা ছেড়ে ভিনরাজ্যে কাজে যেতে হতো না মালদহের পীযূষ দাসকে। ভিনরাজ্য থেকে ফিরে এসে অসুস্থ হয়ে কোয়ারেন্টাইনে থাকার সময় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরে এখন রাজনৈতিক দলের নেতাদের ভিড় জমে উঠেছে পীযূষের বাড়িতে।
সবাই নিজের স্বার্থের কথা ভেবে বিরোধী দলগুলিকে মৃত্যুর জন্য দোষারোপ শুরু করেছেন। মঙ্গলবার তার দেহ স্থানীয় সদুল্লাপুর শ্মশানে দাহ করা হয়। তার পরিবারের লোকের অভিযোগ ছিল মুম্বাই থেকে ট্রেনে অনাহারে তিনদিন ধরে সফর করে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর পৌঁছে কোয়ারেন্টাইন সেন্টারে অসুস্থ হয়ে পড়ে পীযূষ।
এই মৃত্যুর খবর পেয়ে আজ সকালে মনোহরপুরে পীযূষ দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুব তৃণমূলের সহ-সভাপতি বুলবুল খান। স্থানীয় বিধায়ক তথা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর জন্য সরাসরি কেন্দ্র সরকারকে দায়ী করছেন।
আরও পড়ুনঃ লকডাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৯৮জন পরিযায়ী শ্রমিকেরঃরিপোর্ট
সিপিএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস এদিন পরিবারটির হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন। হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের বিজেপির জেলা সম্পাদক কিষান কেডিয়া জানান পরিযায়ী শ্রমিকের মৃত্যুর জন্য কোনমতেই কেন্দ্রীয় সরকার দায়ী নয়, লকডাউনের মাঝে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দেশের সব প্রান্তের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়েছে মোদি সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584