নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পাতন্দা গ্রামের ৮ বছরের শিশু দেবব্রত মান্না, পূর্ব বাকুলদা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। অত্যন্ত অল্প বয়সেই লেখালেখি শুরু করে সে। দেবব্রতর বাবা দিগন্ত মান্না একজন সাংবাদিক। মা সুনিতা গৃহবধূ।
দেবব্রতর বাড়ির সকলেই সংস্কৃতি চর্চার সাথে যুক্ত। বাড়ির নির্ভেজাল সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা দেবব্রত তাই অল্প বয়সেই লিখে ফেলেছে বেশ কিছু গল্প ও কবিতা। পড়াশোনার ফাঁকে গল্প, কবিতা লেখা, ছবি আঁকা দেবব্রতর পছন্দের বিষয়।
পাশাপাশি গীতিনাটকে অভিনয়ও করে সে। গ্রামের মাটির সাথে যুক্ত হয়ে বেড়ে ওঠা এই শিশুর চিন্তনে যে সব ছবি ধরা পড়েছে, এই ‘গল্পমালায়’ তার বহিঃপ্রকাশ ঘটেছে। শিশু মন পারিপার্শ্বিক বিভিন্ন জগৎ থেকে অল্প অল্প রসদ খুঁজে নিয়ে নিজের কল্পনার রঙে মিশিয়ে সে লিখে ফেলেছে এই সমস্ত গল্প ও কবিতা। লেখার মধ্যে একজন সাহিত্যিকের কোনও গুণ থাকুক বা নাই থাকুক, রয়েছে কল্পনার পর্যাপ্ত রসদ, যা অন্যান্য কোমলমতিদের কাছে প্রেরণার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584