নিজস্ব সংবাদদাতা,ইসলামপুরঃ
রোদ হোক কিংবা বৃষ্টি অসহায় পরিবারগুলির দিন কাটছে এখন খোলা আকাশের নীচে ।আশ্রয়হীন এই পরিবার গুলির এখন বিশ্বাস শুধু ভগবানের উপর।উল্লিখিত দিনকয়েক আগে লোকনাথ মিশনের দখলিকৃত জমি মুক্ত করার ঘটনায় আশ্রয়হীন হয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বহু পরিবার। এরপর থেকে লোকনাথ মিশনে জমিতে অস্থায়ী ভাবে খোলা আকাশের নিচে অতি কষ্টে দিন যাপন করছেন বসবাসকারি পরিবারগুলি।
তাদের দাবি যতক্ষন না লোকনাথ বাবা তাদের জন্য স্থায়ি ব্যবস্থা করবেন ততক্ষণ তারা এই ভাবে দিন কাটাবে মন্দিরে।গত ৩০শে জুন আদালতের নির্দেশ অনুযায়ী প্রশাসন ভেঙ্গে দিয়েছে ইসলামপুর পুরসভার ১৩ নাম্বার ওয়ার্ডের লোকনাথ কলোনি এলাকার লোকনাথ মন্দির সংলগ্ন বেশ কিছু বাড়ি। কড়া পুলিশি প্রহারায় আর্থ মুভার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িঘর। প্রতিহত করতে ব্যর্থ হয়ে স্থানীয়রা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশ প্রশাসনের সাথে ধস্তাধস্তিও হয়। বাধ্য হয়ে মাথার আশ্রয় বাঁচাতে কয়েকজন মহিলা নিজেদের গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে ইসলামপুর থানায় নিয়ে যায়।যদিও দখলকারিদের দাবি এই জমি ভেষ্টল্যান্ড দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর যাবৎ তারা প্রায় বারোটি পরিবার এই কলোনিতে বসবাস করছেন। তারা সকলে আর্থিক ভাবে পিছিয়ে পরা পরিবারের লোক। যতক্ষণ তাদের বাসস্থানের ব্যবস্থা না করা হবে তারা এই ভাবে তাদের পরিবারের লোকেরা খোলা আকাশের নিচেই অস্থায়ী ক্যাম্প করে দিন কাটাবেন।স্থানীয় বাসিন্দা অমৃতা রায় বলেন যে,আমরা দীর্ঘ দিন ধরে এখানে বসবাস করছি। লোন নিয়ে বাড়ি ঘর করেছি। এখন আমরা কোথায় যাবো। এই জমিটি ভেষ্টল্যান্ড। আদালতের কাছে কয়েকদিন সময় চাওয়া হয়েছিল। তাদের পক্ষের উকিল সঠিক ভাবে আদালতে সওয়াল জবাব না করায় রায় তাদের বিপক্ষে গেছে।
লোকনাথ বাবার কাছে মানত করেছেন লোকনাথ বাবার কারনে তাদের উচ্ছেদ করা হয় লোকনাথ বাবা যতক্ষনে তাদের ঘর না করে দিবে তারা এখানেই থাকবেন।স্থানীয় কাউন্সিলার লক্ষ্মী গোয়ালার স্বামী রাজু গোয়ালা জানান, এই লোকনাথ মন্দিরের নামে এই এলাকার নাম লোকনাথ কলোনী, এই মন্দির এলাকায় বেশ কিছু দুঃস্থ মানুষ বসবাস করত। মন্দির কমিটি আদালতের নির্দেশে তাদর উচ্ছেদ করে।তিনি বলেন গরিব মানুষগুলি লোকনাথ বাবার কাছে মানত করেছেন লোকনাথ বাবার কারনে তাদের উচ্ছেদ করা হয় লোকনাথ বাবা যতক্ষনে তাদের ঘর না করে দিবে তারা এখানেই থাকবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584