লোকনাথ মন্দির সংলগ্ন ষোলটি পরিবার উচ্ছেদ

0
75

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ

লোকনাথ মিশনের জমি দখল মুক্ত করার ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ালো ইসলামপুরে।  আদালতের নির্দেশ অনুযায়ী প্রশাসন ভেঙ্গে দিল ইসলামপুর পুরসভার ১৩ নাম্বার ওয়ার্ডের লোকনাথ কলোনী এলাকার লোকনাথ মন্দির সংলগ্ন বেশ কিছু বাড়ি। কড়া পুলিশি পাহারায় আর্থ মুভার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি ঘর।

নিজস্ব চিত্র

প্রতিহত করতে ব্যর্থ হয়ে স্থানীয়রা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশ প্রশাসনের সাথে ধস্তাধস্তিও হয়।বাধ্য হয়ে কয়েকজন মহিলা নিজেদের গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে ইসলামপুর থানায় নিয়ে যায়।তারপর নিজেদের  ঘর বাড়ি ভেঙ্গে নেওয়া শুরু করলো কিছু দখলকারি। যদিও দখলকারিদের দাবি এই জমি ভেষ্টল্যান্ড দীর্ঘ ২৫-৩০ পঁচিশ ত্রিশ বছর ধরে তারা গোটা কুড়িটি পরিবার ঐ কলোনীতে বসবাস করছেন। তারা আদালতের কাছে দশ দিনের সময় চেয়ে ছিল। সেই সময়টুকু তাদের দেওয়া হল না বলে অভিযোগ করেন ওই ওয়ার্ডের কাউন্সিলার লক্ষি গোয়ালা।স্থানীয় বাসিন্দা সান্ত্বনা সরকার বলেন যে,আমরা দীর্ঘ দিন ধরে এখানে বসবাস করছি।লোন নিয়ে বাড়ি ঘর করেছি।এখন আমরা কোথায় যাবো।এই জমিটি ভেস্ট ল্যান্ড।

নিজস্ব চিত্র

আদালতের কাছে কয়েকদিন সময় চাওয়া হয়েছিল। তাদের পক্ষের উকিল সঠিক ভাবে আদালতে সওয়াল জবাব না করায় রায় তাদের বিপক্ষে গেছে। ইসলামপুর মহকুমা শাসকের নাজির খানার ভারপ্রাপ্ত অফিসার মানস কুমার সাহা বলেন,আদালাতের নির্দেশে আজকে এই উচ্ছেদ অভিযান করা হচ্ছে।এই জমিটি লোকনাথ মিশনের।এখানে বেআইনি ভাবে ষোলটি পরিবার বসবাস করেছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here