নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাজ্যের নির্বাচনোত্তর হিংসার মামলায় ২১টি ধর্ষণের অভিযোগের প্রমাণ মেলেনি তাই অভিযোগ ফিরিয়ে দিতে চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সোমবার আবেদন জানিয়েছে সিবিআই।
২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগগুলির মধ্যে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের নেতৃত্বে খুন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার অভিযোগগুলির তদন্ত করছে সিবিআই। উল্লেখ্য, যে ২১ টি ধর্ষণের মামলা ফিরিয়ে দেওয়ার আবেদন করেছে সিবিআই সেগুলি জাতীয় মানবাধিকার কমিশনের তরফে অভিযোগ লিপিবদ্ধ হয়েছিল। কিন্তু তদন্তে নেমে অভিযোগের সারবত্তা পায়নি সিবিআই তাই আদালতের অনুমতি সাপেক্ষে অভিযোগগুলি ‘সিট’-কে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতা পুরসভা এলাকায় ২৫টি কন্টেনমেন্ট জোন জানালেন মেয়র, মঙ্গলবার থেকে চালু সেফ হোম
এদিন মামলার শুনানিতে ঘরছাড়াদের ঘরে ফেরাতে রাজ্য কী পদক্ষেপ করেছে তা আগামী ২৪ জানুয়ারির মধ্যে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ভোট পরবর্তী অশান্তি মামলায় রিপোর্টে সিবিআই-এর আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর জানিয়েছেন যে যৌন হেনস্থার ৪টি অভিযোগ খতিয়ে দেখার কাজ হয়ে গিয়েছে। খুন বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ চার্জশিট জমা দেওয়া হয়েছে ১০টি। ৩৮টি মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই এবং দু’টি মামলা ফেরত গিয়েছে সিট-এর কাছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584