By Election: ভবানীপুর উপ নির্বাচন হবে নতুন ইভিএমে, শুরু হচ্ছে পরীক্ষা

0
76

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচন। বেশ কয়েকদিন আগেই একথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এদিকে, ভবানীপুর কেন্দ্রে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছে বিজেপি।

EVM Machine
ছবি সৌজন্যেঃ হিন্দুস্তান টাইমস

প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কাজ প্রায় শেষ। এখন চলছে শেষবেলার প্রস্তুতি। দেখে নেওয়া হচ্ছে ইভিএম মেশিনের হালহকিকত। ভবানীপুর উপনির্বাচনে একুশের হাইভোল্টেজ ভোটের জন্য যে নতুন ইভিএম আনা হয়েছিল। সেগুলোর গায়ে একটা আঁচড়ও লাগেনি। আর এবার উপ নির্বাচনে সেই ‘রিজার্ভ’ ইভিএমকেই কাজে লাগানো হচ্ছে।

ইতিমধ্যেই ওই ইভিএমগুলোর একদফা পরীক্ষা হয়ে গিয়েছে। এক হাজারটি করে ‘মক পোল’-ও হয়েছে। আগামী সপ্তাহে তা আবার খোলা হবে। ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর পরপর তিনদিন টানা পরীক্ষা করা হবে ইভিএম মেশিনগুলোকে। তারপর যদি দরকার হয়, তাহলে মেশিনগুলো নির্বাচনের উপযুক্ত কিনা, তা পুনরায় পরীক্ষা করে দেখে নেওয়া হবে।

আরও পড়ুনঃ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বাসভবনে আয়কর হানা

আপাতত ইভিএম গুলোকে স্ট্রং রুমে রাখা হয়েছে। ভবানীপুরের আট ওয়ার্ডে বুথ সংখ্যা ২৮৭।  বুথ পিছু ইভিএমও সমসংখ্যক হওয়ার কথা। কিন্তু এই উপ নির্বাচনে বেশ কিছু বাড়তি ইভিএম রিজার্ভ রাখা থাকবে। যাতে সমস্যা হলে, দ্রুত তা মেরামত করা যায় বা পালটে নতুন ইভিএম যাতে বুথে পাঠিয়ে দেওয়া যায়। এই রিজার্ভে রাখা বাড়তি ইভিএম মেশিনের জন্য আগে থেকেই আবেদন করে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ জিএসটি’র অন্তর্ভুক্ত হচ্ছে না পেট্রোপণ্য

এবারে ভবানীপুরের উপ নির্বাচনে যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্য ইভিএমে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, “মেশিনগুলোর শেষ পর্যন্ত পরীক্ষা হবে, তারপর আমরা এই রিজার্ভ ইভিএমগুলো গ্রহণযোগ্য বলে মানবো। তবে তার আগে আপাতত কোনও ইভিএমকেই গ্রহণযোগ্য বলে মনে করছি না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here