ঘূর্ণাবর্তের জের, শনি-রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

0
73

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

আজ শনিবার সকাল থেকে ভারী বর্ষণে ভিজছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ এবং আগামীকাল রবিবার গোটা দক্ষিণবঙ্গে এমনই ভারী ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

rainy weather
ছবি সৌজন্যে: টেলিগ্রাফ ইন্ডিয়া

হাওয়া অফিস সূত্রে জনা যায়, মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা ধীরে ধীরে বাংলা-ওড়িশা উপকূলের দিকে সরে আসছে। এর প্রভাবেই শুক্রবার থেকে বাংলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এবং কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুনঃ পর্যটকদের জন্য ১ অক্টোবর থেকে খুলে যাচ্ছে সুন্দরবন

গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টির কারণে সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আরও কিছুটা এগিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। উত্তর ওড়িশা ও বাংলা উপকূলে এই ঘূর্ণাবর্তের প্রভাব বেশি থাকবে।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্ট পেতে চলেছে স্থায়ী প্রধান বিচারপতি

আজ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি। এদিন সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয়বাষ্প তৈরি হচ্ছে। যার কারণে উপকূল এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গজুড়ে ৪০.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here